টি২০ বিশ্বকাপ

অনন্য নজির রোহিতের, ৫০ টি ছক্কার মালিক হিটম্যান

A unique example of Rohit, the hitman who owns 50 sixes

The Truth Of Bengal :  ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলা ২০২৪ এ  নিল টীম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার  রাগ , হতাশা,  দুঃখ , যন্ত্রণার  বহিঃপ্রকাশ হল গায়ানা স্টেডিয়ামে। কেন তিনি হিটম্যান তা প্রমাণ করলেন। রোহিত ও  সূর্য কুমারের নেতৃত্বে দল এগিয়েছে।  বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৩৯ বলে ৫৭ রান এবং সূর্যকুমার যাদবের ৪৭ রানের ইনিংসের ভিত্তিতে ভারত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান করে।  এদিন রোহিত শর্মা এক অনন্য নজির গড়েছেন। এদিন ছটি চার দুটি ছক্কা দিয়ে ইনিংসের সাজিয়েছেন । টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ছক্কার সংখ্যা  হল ৫০ টি । এই  দুটি ছক্কা দিয়ে তার মাইল ফলক ৫০ এ পৌঁছালো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ টি ছক্কার নজির এর আগে একজন ক্রিকেটারের  রয়েছে। তিনি ক্রিস গেইল। তার দখলে রয়েছে ৬৩ টি ৬। রোহিত শর্মার দখলের ৫০ টি। এর আগেও রোহিত শর্মার বিধ্বংসী মেজাজ দেখা গেছে  অস্ট্রেলিয়ায় বিপক্ষে । মাত্র ১৯  বলে অর্ধশতরান করেছিলেন তিনি । সেদিন খুব সহজেই  সেঞ্চুরির দোরগোড়ায় গিয়েও সেঞ্চুরি ছুঁতে পারেননি  রোহিত । ৪১ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস ও খেলেছিন রোহিত শর্মা। আর এই ম্যাচে অনন্য নজির । এবার পর্যন্ত ট্রফির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। রোহিত অনন্য নজির করলেও তার লক্ষ্য ট্রফি জয় করা। ওডিআই  বিশ্বকাপে যে স্বপ্ন পূরণ হয়নি দেশবাসীর সেই স্বপ্ন এবার পূরণ করতে চলেছে টিম ইন্ডিয়া। এদিকেই লক্ষ্য রোহিত শর্মার ।

Related Articles