খেলা

যুবি আছেন পুরনো যুবিতেই, বুঝিয়ে দিলেন ‘অলওয়েজ সি ইজ কিং’

Yuvi is still the same old Yuvi, he explained, 'He is always king'

Truth Of Bengal: রবিবার ছিল মাস্টার্স লিগের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচেই বিপক্ষ ক্যারিবিয়ান ক্রিকেটার টিনো বেস্টের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ভারতের যুবরাজ সিং। নিজে যখন চুটিয়ে ক্রিকেট খেলতেন সেই সময় মাঝে মাঝেই ব্যাট-বলের পাশাপাশি সমানভাবে চালাতেন নিজের মেজাজও। সেই মেজাজ এখনও বজায় রেখেছেন যুবি, তা ফের প্রমাণ পাওয়া গেল জয়পুরে। কিন্তু কি এমন ঘটল যুবিকে এইরকম আচরণ করতে হল?

ঘটনার সূত্রপাত হল ভারতের ব্যাটিংয়ের সময়। ম্যাচের তখন ১৩ ওভার। সেই সময়ই ক্রিজে ব্যাট করছিলেন যুবি ও অম্বাতি রায়ডু। ওভার শেষ করে মাঠের বাইরে যেতে চান ক্যারিবিয়ান বোলার টিনো বেস্ট। যা একেবারেই ভালভাবে মেনে নিতে পারেননি যুবি। তিনি মাঠে থাকা আম্পায়ারদের বিষয়টি জানালে, আম্পায়ার তাঁকে মাঠে ফিল্ডিংয়ের করতে যেতে বলেন। বেশ তারপরই শুরু হয় দুজনের ঝগড়া-বিতণ্ডা।

দুজনেই বেশ উত্তপ্তভাবে বাক্য বিনিময় করছিলেন। এবং পরিস্থিতি ক্রমশ অন্য মাত্রার দিকে যাচ্ছে দেখে ছুটে আসেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ব্রায়ান লারা। দুই ক্রিকেটারকে শান্তও করতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরালও হয়ে যায় এই ঘটনা। যুবরাজের এমন উগ্র মূর্তি দেখে নেটিজেনদের মন্তব্য, ‘এখনও যুবি আছেন, সেই পুরনো যুবিতেই।’

Related Articles