দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটের তরুন তুর্কি যশস্বী জয়সওয়াল, প্রশংসায় পঞ্চমুখ সচিনও
Indian cricket Yasaswi Jaiswal is in great form

The Truth Of Bengal : তরুন তুর্কি কথাটির যথার্থতা যদি প্রমাণ করতে হয় তাহলে যেই মানুষটির নাম উঠে আসে, তিনি হলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারে দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটিং সেটাই আরও একবার প্রমাণিত করল। বিশাখাপত্তনমের ২২ গজে তিনি প্রমাণ করে দেখালেন চেষ্টা থাকলে ময়দানে টিকে থাকা যায়। বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন শতরান করেছিলেন যশস্বী। আর দ্বিতীয় দিন করলেন দ্বিশতরান। তাঁকে নিয়ে যত বলা হয় ততই যেন কম হয়ে পড়ে।
একা কুম্ভ হয়ে বেন স্টোকসদের বিরুদ্ধে লড়েছেন যশস্বী। উক্ত ওই টেস্টে বেন স্টোকসদের বিরুদ্ধে এক অসাধারণ ইনিংশ খেলেন তিনি। ২৯০ বলে ২০৯ রানের যশস্বীর এই ইনিংস নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। ২২ বছরের যশস্বীর এটি কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এই চোখধাঁধানো ইনিংস তিনি ১৯টি চার ও ৭টি ছয় দিয়ে সাজিয়েছিলেন। অবশ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং মাস্টার ব্লাস্টার।
এক্স হ্যান্ডেলে যশস্বীর ছবি পোস্ট করে সচিন লিখেছেন- “অসাধারণ খেললে যশস্বী। দারুণ প্রয়াস।” পাশাপাশি, সেই তালিকায় যুক্ত হয়েছে তারকা ক্রিকেটার কেভিন পিটারসনের নামও। এছাড়া, ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ লিখেছেন, ‘ভারতের তৃতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যে টেস্টে ডাবল সেঞ্চুরি করল।’ সব মিলিয়ে, ভারতের এই তরুণ তুর্কি যে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট জগতে নিজেকে এক অন্য জগতে তুলে ধরতে চলেছে, তা বলাবাহুল্য।
FREE ACCESS