IPL 2025খেলা

‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’…বিরাটকে বুকে টানলেন মাহি

'Yeh dosti, hum nehi torenge'... Mahi pulled Virat to her chest

Truth Of Bengal: শুক্রবার আইপিএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই মুখোমুখি হয়েছিল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচ ছিল দাক্ষিণাত্যের ক্রিকেটীয় ডার্বি। হোক না ডার্বি ম্যাচ। যাই হোক ফলাফল, এই সবকেই ছাপিয়ে গেল বিরাট বনাম ধোনির আলিঙ্গনের মুহূর্তটি। শুধু এই ঘটনাই নয়, ম্যাচের পর যখন আরসিবি-র অধিনায়ক রজত পাতিদার যখন ধোনির সঙ্গে দেখা করলেন, তখন মাথা থেকে সরিয়ে নিলেন নিজের টুপিটা। এটাই তো একজন সিনিয়রের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বা সম্মান জানানো। আরসিবির অধিনায়কের ধোনিকে এই সম্মাননা প্রদর্শন দেখে অভিভূত নেটিজেনরা-ও।

এমএ চিদাম্বরম স্টেডিয়াম রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে এতদিন অপয়া মাঠ হিসাবেই পরিচিত ছিল। কেননা একটা বা দুটো বছর নয়, এই মাঠের ২২ গজে রজত পাতিদারের দলকে ম্যাচ জেতার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৭টা বছর। অবশেষে সেই খরা মিটিয়ে জয় পেল পাতিদার বাহিনী। কিন্তু বিরাট-মাহির দ্বৈরথ। সুতরাং ম্যাচে যাই হোক না কেন, নজর তো ছিল এই দুই ক্রিকেটারের প্রতিই।

ম্যাচ শেষে বিরাট মাহিকে জড়িয়ে ধরলেন। এক স্মৃতিমধুর ছবি ফের একবার ভেসে উঠল চিপকে উপস্থিত দর্শকদের সামনে। যে দৃশ্য জাতীয় দলের জার্সি গায়ে এর আগেও বহুবার দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। যা দেখে অনেকেই মন্তব্য করলেন সোলে ছবির সেই বিখ্যাত গানের কথা ‘হে দোস্তি, হাম নেহি তোরেঙ্গে’…। যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

আইপিএল- বিরাটদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমের কাছে মাহি জানিয়েছিলেন, এখনও তাঁদের মধ্যে মাঝে-মাঝেই কথা হয়। তবে কি বিষয়ে কথা হয় দুজনের মধ্যে, তা খোলসা করেননি তিনি। ‘বিরাটের সঙ্গে আমার বন্ধুত্ব খুবই ভাল। আমরা দুজনের কেউই এখন আর অধিনায়ক নই। ফলে টস নিয়ে আর চিন্তাও থাকে না। সেই কারণে টসের আগে অনেকক্ষণ ধরে গল্প করার সময় পাওয়া যায়।’

বিরাট-ধোনির আলিঙ্গনের পরই ফের একটা দৃশ্য উঠে এল। এবার আরসিবি অধিনায়ক রজত পাতিদার। টুপি খুলে সম্মান জানালেন ধোনিকে। নেটিজেনরা বললেন, সিনিয়রদের এইভাবেই সম্মাননা প্রদান করা উচিত। রজত সেটাই করেছেন। তাঁর এই কাজের জন্য অবশ্যই প্রশংসা করা উচিত।

Related Articles