খেলা

জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার

Wrestler Sushil Kumar granted bail

Truth Of Bengal: খুনের মামলায় অবশেষে জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার। মঙ্গলবার এই কুস্তিগীরের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশীল কুমার দীর্ঘ সাড়ে তিন বছর কারাবাসেই কাটান। রাজধানীর তিহার জেলেই বন্দি অবস্থায় কাটাতে হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ মে ছত্রসাল স্টেডিয়ামে খুন হন জাতীয় কুস্তিগীর সাগর। এবং সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম জড়ায় অলিম্পিকের আসরে দুইবার পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতেই নড়চড়ে বসেন দিল্লির প্রশাসনের কর্তারা। এবং তদন্ত শুরু করে পুলিশ।

এরপর পুলিশ গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কিছু ব্যক্তিকে। তাঁদের জিজ্ঞাসা করেই নাম উঠে আসে সুশীল কুমারের। এবং সুশীলের পরামর্শেই যে তাঁরা সাগরকে মারধর করেছিলেন বলেও পুলিশের কাছে জানান। ঘটনার পরই পলাতক ছিলেন এই ঘটনার মূল অভিযুক্ত সুশীল কুমার। অবশেষে ১০ দিন বাদে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় সুশীল জানান, ‘সাগরকে তিনি উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু কখনও তাঁকে খুন করার পরিকল্পনা ছিল না তাঁর।’

পুলিশের জালে ধরা পড়ার পর বেশ কয়েকদিন পুলিশি হেফাজত কাটিয়ে তারপর সুশীলের ঠিকানা হয় তিহার জেল। ২০২২ সালে এই ঘটনার চার্জ গঠন করা অলিম্পিক গেমসে পদকজয়ী এই কুস্তিগীরের বিরুদ্ধে। সুশীলসহ মোট ১৭ জনকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। নিহত সাগরের পরিবারের সদস্যরা অভিযুক্তদের প্রত্যেকের কঠোর শাস্তিও দাবি করেছিলেন।

এর আগে গত জুলাই মাসে জামিনের আবেদন করেও সে যাত্রায় সুশীলের আবেদন খারিজ করে দেয় দিল্লির নিম্ন আদালত। এরপরই উচ্চ আদালতে গিয়ে অবশেষে জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার।

Related Articles