খেলা

ইউরোকাপে সোনার বল উঠেছিল কাদের হাতে! এবার পাবেন কারা ?

Who got the gold ball in the Eurocup! Who will get this time

The Truth of Bengla: বেজে গেছে  ইউরো কাপের দামামা। ২০২০ সালে করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত হয় ইউরোপ এরপর তিন বছরের অপেক্ষা। ফের ইউরো কাপ শুরু হতে চলেছে । ১৯৬০ সাল থেকে শুরু হবে এই ইউরো কাপে চাকচিক্য বেড়ে যায় ১৯৯৬ সালে। এ বছর থেকে দেওয়া হয় সোনার বল। এখনো পর্যন্ত ইউরো কাপে কোন কোন খেলোয়ার জে প্লেন সোনার বল রইল তা। প্রথম ১৯৯৬ সালে জার্মানির ম্যাথিয়াস সাম্মের জেতেন গোল্ডেন বল। এরপর ২০০০ সালে ইউরোট যৌথ আয়োজক ছিল বেলজিয়াম ও নেদারল্যান্ড তবে সেবার চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। এবার সোনার বল পেয়েছিলেন জিদান। তারপরের সাল ২০০৪।

পর্তুগালকে হারিয়ে গ্রিস  জিতেছিল ইউরো কাপের সোনার বল। সেই বল দখলে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন থিওডোরোস । আর পরের সাল ২০০৮। চ্যাম্পিয়ন হয় স্পেন । সোনার বাল জিতেছিলেন পেনের খেলোয়াড় জাভি। তিনি যেন দলের গোলের  কান্ডারী ছিলেন। তার পর ২০১২ সালেও ইউরো জেতে স্পেন। ২০১৬ সালে আয়োজক ফ্রান্স ফাইনাল খেলে পর্তুগালের বিরুদ্ধে। জয়লাভ করে পর্তুগাল। ১-০ গোলে এগিয়ে থাকে তারা। গ্রিজম্যানের হাতে উঠেছিল সোনার বল ।‌তিনিই  হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার।

এরপরের সালটা ২০২০ । সেটা করোনা আবহের বছর। সে বছর জ্বরে কেঁপেছে গোটা বিশ্ব। ভালো তো ইউরো কাপ হয়নি। পিছিয়ে যায় ইউরো। খেলা হয় ২০২১ সালে ‌। সেরা ফুটবলার ফোন ইতালির গোলরক্ষক দোন্নারুমা । তার হাতে উঠেছিল সোনার বল । এবার ২০২৪ । কোন দলের হাতে উঠবে ইউরো কাপ সেদিকে নজর রেখেছে গোটা বিশ্ব। ইউরো কাপে অংশ নেবে ফিফা  প্রথম ১০ এর মধ্যে থাকা আটটা দল । তার মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল , হ্যারি কেনের ইংল্যান্ড, এরিকসেনের  ডেনমার্ক, এমবাপের ফ্রান্স ক্রুসকের জার্মানি। কোন দলের কোন খেলোয়াড় পাবেন সোনার বল সেদিকেই নজর রয়েছে গোটা ফুটবল বিশ্বের।

Related Articles