
The Truth Of Bengal : একটা সময় আইপিএলের প্লে অফে আরসিবি উঠতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হলেও বিরাটরা যেভাবে পারফর্ম করেছেন তাতে প্লে অফ নিশ্চিত করেছেন । আর এই পারফরম্যান্স করার পর বিরাট কোহলিরা এখন চাইছেন একটা সপ্তাহ সেরা ক্রিকেট খেলতে। ঈশ্বরের ইচ্ছাতেই এ পর্যন্ত তারা পৌঁছতে পেরেছেন বলে উল্লেখ করেছেন তার সংযোজন দলের সকলে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পারফর্ম করেছে বলেই আজ এ পর্যায়ে পৌঁছতে পেরেছে। সে সততা এবং নিষ্ঠার ফলে এটা তার পুরস্কার। সবকিছু ভুলে এখন একটাই লক্ষ্য একটা সপ্তাহ সেরা ক্রিকেট খেলা বলে জানিয়েছেন বিরাট।
গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পারফর্ম করাটা মোটেও সহজে ছিল না বিরাটদের । জটিল অঙ্কের মাধ্যমে প্লে অফ নিশ্চিত করেছে গোটা দল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান তোলে বেঙ্গালুরু। কোহলি যদিও সেই ম্যাচে করেন ৪৭ রান। প্লে-অফে যদি উঠতে হতো চেন্নাইকে তবে ২০০ রানের মধ্যে আটকাতে হত বেঙ্গালুরুকে,কিন্তু এদিন তা পারেনি চেন্নাই । প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু। চেন্নাই এ দিন ১৯৭ রানে আটকে যায়। ২৭ রানে জয়ী হয় আরসিবি । এবারের আইপিএলে বিরাট কোহলি কমলের ভিতর ঢুকেছেন এখনো পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলে তিনি করেছেন ৭০৮ রান।