অবসর নিয়েও বহাল বিরাট-রোহিতের গ্রেড A+ চুক্তি! নিশ্চিত করল BCCI
Virat-Rohit's Grade A+ contracts to remain in place even after retirement! BCCI confirms

Truth Of Bengal: টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিরাট কোহলি ও রোহিত শর্মার বিসিসিআই-এর গ্রেড A+ কেন্দ্রীয় চুক্তি বহাল থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখনও ভারতের ক্রিকেট ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং সেই কারণে তাঁদের সমস্ত সুবিধা বহাল থাকবে।
Virat Kohli and Rohit Sharma’s grade A+ contract will continue even after both announced retirement from T- 20 and Test Matches. They are still part of Indian cricket, they will get all facilities of Grade A+: Secretary BCCI, Devajit Saikia to ANI
— ANI (@ANI) May 14, 2025
বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ বিবৃতিতে বলেন, “রোহিত ও বিরাট এখনও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। তাই তাঁরা গ্রেড A+ ক্রিকেটারের মর্যাদা অনুযায়ী সমস্ত সুবিধা পাবেন।”
গ্রেড A+ চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি টাকার বেতন পান, যার সঙ্গে থাকে অতিরিক্ত ভ্রমণ, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা।
🚨 BREAKING NEWS
Virat Kohli & Rohit Sharma’s grade A+ contract will continue even after both announced RETIREMENT from T- 20 and Test Matches.
They are still part of Indian cricket, they will get all facilities of Grade A+, confirms BCCI secretary. pic.twitter.com/4QVRs2jlyX
— Megh Updates 🚨™ (@MeghUpdates) May 14, 2025
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে রোহিত ও বিরাটের দীর্ঘদিনের অবদানের প্রতি একপ্রকার সম্মান জ্ঞাপন। পাশাপাশি বোর্ডের এই অবস্থান ভবিষ্যতেও দুই অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণের সম্ভাবনার দিকটিও খোলা রাখছে।
উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর রোহিত ও বিরাট আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন। তার আগে রোহিত শর্মা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন এবং বিরাটও দীর্ঘদিন টেস্ট দলে অনুপস্থিত ছিলেন। তবুও তাঁদের কেন্দ্রীয় চুক্তিতে এই সম্মানজনক অবস্থান বজায় রাখা বিসিসিআই-এর এক স্পষ্ট বার্তা, যাঁরা ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন, তাঁদের যথোচিত মর্যাদা দেওয়া হবেই।