খেলা

অবসর নিয়েও বহাল বিরাট-রোহিতের গ্রেড A+ চুক্তি! নিশ্চিত করল BCCI

Virat-Rohit's Grade A+ contracts to remain in place even after retirement! BCCI confirms

Truth Of Bengal: টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিরাট কোহলি ও রোহিত শর্মার বিসিসিআই-এর গ্রেড A+ কেন্দ্রীয় চুক্তি বহাল থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখনও ভারতের ক্রিকেট ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং সেই কারণে তাঁদের সমস্ত সুবিধা বহাল থাকবে।

বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ বিবৃতিতে বলেন, “রোহিত ও বিরাট এখনও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। তাই তাঁরা গ্রেড A+ ক্রিকেটারের মর্যাদা অনুযায়ী সমস্ত সুবিধা পাবেন।”

গ্রেড A+ চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি টাকার বেতন পান, যার সঙ্গে থাকে অতিরিক্ত ভ্রমণ, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে রোহিত ও বিরাটের দীর্ঘদিনের অবদানের প্রতি একপ্রকার সম্মান জ্ঞাপন। পাশাপাশি বোর্ডের এই অবস্থান ভবিষ্যতেও দুই অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণের সম্ভাবনার দিকটিও খোলা রাখছে।

উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর রোহিত ও বিরাট আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন। তার আগে রোহিত শর্মা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন এবং বিরাটও দীর্ঘদিন টেস্ট দলে অনুপস্থিত ছিলেন। তবুও তাঁদের কেন্দ্রীয় চুক্তিতে এই সম্মানজনক অবস্থান বজায় রাখা বিসিসিআই-এর এক স্পষ্ট বার্তা, যাঁরা ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন, তাঁদের যথোচিত মর্যাদা দেওয়া হবেই।

Related Articles