খেলা

ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে বিরাট রোহিত

Virat Rohit has started preparing for the ODI series

The Truth of Bengal: এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছে টিম ইন্ডিয়া। ‌ প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ তারপর ওয়ানডে সিরিজ রয়েছে ভারতীয় দলের সামনে। ‌ টি-টোয়েন্টি সিরিজের সূর্য কুমারে নেতৃত্বে খেলছে গোটা দল । কাল অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। গৌতম গম্ভীরে নেতৃত্বে এই সিরিজ  জয়লাভের মাধ্যমে শুরু হয়েছে। আর এই টি-টোয়েন্টি শেষ হলেই শুরু হবে ওয়ানডে সিরিজ। ‌সেখানে অবশ্য বিরাট রোহিতরা খেলবেন।

যেহেতু বিরাট রোহিত শুধুমাত্র টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছেন বিরাট রোহিত। তারা আজ থেকেই প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে। সঙ্গেই আজ থেকে প্র্যাকটিস শুরু করবেন হর্ষিত। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরমেটে এখনো পর্যন্ত খেলেননি বিরাট রোহিত। প্রথমে মনে করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কাতে খেলবেন না তারা।

এর মাঝে আবার বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে স্ত্রী কন্যার সঙ্গে লন্ডনে সময় কাটাতে গিয়েছিলেন। তারপর অবশ্য বোর্ডের তরফ থেকে তাদের কাছে প্রস্তাব দেয়া হয় বিরাট রোহিত কেউই এসে প্রস্তাব আর প্রত্যাখ্যান করতে পারেননি। ওয়ান ডে স্কোয়াডে বিরাট কোহলি, রোহিতর শর্মার পাশাপাশি রয়েছেন কুলদীপ যাদব, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারও। কাল তৃতীয় টি-টোয়েন্টি খেলে তারপর কলম্বো যাবেন। ওয়ান ডে স্কোয়াডের খেলোয়াড়রাও পৌঁছে গিয়েছেন কলম্বোয়।

Related Articles