খেলা

বিরাট টেস্ট ক্রিকেটে প্রত্যাশা পূরণ করতে পারছেন না, বিশেষ পরামর্শ প্রাক্তন সতীর্থের

Virat fails to live up to expectations in Test cricket, ex-teammate's special advice

Truth of Bengal: যে ভাবে খেলতে চাইছেন, তা পারছেন না। বেশ কিছু দিন ধরে টেস্ট ক্রিকেটে চেনা বিরাট কোহলিকে দেখা যাচ্ছে না। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭০ রানের একটি ইনিংস খেললেও দ্বিতীয় টেস্টে তিনি আবার ব্যর্থ। স্পিনারদের বিরুদ্ধে কোহলির দুর্বলতাও উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক।

২০২১ সাল থেকে শেষ ৫০টি টেস্ট ইনিংসের ২৪টিতেই কোহলি আউট হয়েছেন স্পিনারদের বলে। এই ৫০টি ইনিংসে তাঁর গড় ৩৩.৩৮। ২০২৩ সালের জুলাই মাসে শেষ টেস্ট শতরান এসেছে কোহলির ব্যাট থেকে। ২০২৪ সালে ৫০ বা তার বেশি রানের ইনিংস এখনও পর্যন্ত একটি। লাল বলের ক্রিকেটে এই অচেনা কোহলিই ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়াচ্ছেন।

ক্রিকেটপ্রেমীরা হতাশ হতে পারেন। কারণ বেশ কিছু দিন ধরে কোহলিকে সেরা ফর্মে দেখা যাচ্ছে না। বিষয়টা অস্বীকার করার সুযোগ নেই। ধামাচাপা দেওয়ার মানে হয় না। কোনও খেলোয়াড়ের মূল্যায়ন করার সময় আমরা বাস্তবটা মাথায় রাখি। গত দু’-তিন বছর ধরে টেস্টে কোহলির পারফরম্যান্স খুবই সাধারণ। স্পিনারদের ভাল খেলতে পারছে না।’’ কার্তিক মনে করছেন, ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেললে উপকৃত হতে পারেন কোহলি। ভুল বা খামতিগুলি ঠিক করে নেওয়ার সুযোগ পাওয়া যায়।

Related Articles