খেলা

খোলামেলা আড্ডায় সস্ত্রীক বিরাট

Virat Anushka Unfiltered

The Truth of Bengal: আড্ডায় যখন বিরাট ও অনুশকা একসঙ্গে বসে তখন সেই আড্ডা যে আলাদা মাত্রায় হয়ে ওঠে তা বলার অপেক্ষা রাখে না। এই দম্পতির ফ্যানবেস যে আরও অনেকের থেকে বেশ স্ট্রং তাঁর প্রমান পাওা যায় তাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই । তাঁরা একে অন্যের পার্টনার হওয়ার পাশাপাশি ভালো বন্ধুও। মাঝে মধ্যেই তাঁদের দুজনকে খুনসুটি করতে দেখা যায়। বারবার তাঁরা নেটিজেনদের মন কাড়ে কখনও রিল কখনও আড্ডার মাধ্যমে। এবার একে ওপরকে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে খোলামেলা আলোচনায় দেখা মিলল ক্রিকেটের কিং কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী অনুস্কা শর্মার ।The next travel destination on your bucket list? অনুশকার প্রশ্ন তাঁর বিরাটকে । জানেন কি বললেন কোহলী।

আবার সবচেয়ে বড় ভীতি কি জানেন অনুস্কার?……

তাঁরা একে অন্যের পার্টনার হওয়ার পাশাপাশি ভালো বন্ধুও। মাঝে মধ্যেই তাঁদের দুজনকে খুনসুটি করতে দেখা যায়। একমাত্র মেয়ে ভামিকাকে নিয়ে ইতিউতি বেড়াতেও যান বিরুষ্কা। কিন্তু এই তারকা জুটি একে অন্যকে চেনেন কতটা? সেটাই এবার ধরা পড়ে গেল একটি প্রশ্ন উত্তর সেশনে।অনুষ্কা তাঁকে জিজ্ঞেস করেন ‘তোমার আগামী ট্রাভেল ডেস্টিনেশন কী?’ উত্তরে বিরাট বলেন, ‘আমার না আমাদের?’ বরের প্রশ্নে হেসে ফেলেন অভিনেত্রী। তারপর জানান তাঁরা কোথাও বেড়াতে গেলে তিনিই সেটা প্ল্যান করেন। যদিও বিরাট জানান তিনি কী ভাবছেন তাঁদের আগামী সফর নিয়ে।সব মিলিয়ে এক প্রকার একেবারে খোলামেলা আড্ডায় দেখা গেল সস্ত্রীক বিরাট কোহলী কে।এমন ছবি কিন্তু হামেশাই দেখা যায় অনুশকা এবং বিরাটের।কাড়োণ তাঁরা এতোটাই সহজ সাবলীল ভাবে সবসময় সোশাল মিডিয়ায় ধরা দেন। যে তা আলাদা ভালোবাসা কাড়ে অনুগামীদের।এবারেও তেমনই এক আড্ডাইয় বসলেন কিং ও কুইন ।

Free Access

Related Articles