সেমিফাইনাল ও রোহিতের ট্রামকার্ড হতে পারে বরুণ : ইন্দুভূষণ রায়
Varun can be Rohit's trump card in the semi-finals and final: Indubhushan Roy

Truth Of Bengal: মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ। যে ম্যাচে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুতরাং আরও একটা হাইভোল্টেজ ম্যাচ। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্স যে অন্য দলগুলোর কাছে চিন্তার কারণ হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার।
গ্রুপ এ-তে শীর্ষে থেকেই ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। টিম ইন্ডিয়ার এমন স্পিরিটটাই দরকার ছিল। যে স্পিরিটের ওপর ভর করেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ধারাবাহিক ভাল পারফরম্যান্স করে চলেছে।
অনেকেই এবার প্রশ্ন তুলেছিলেন দুবাইয়ের মাঠে যেহেতু ভারত খেলবে, সেহেতু পাঁচ স্পিনার কেন নিয়ে যাওয়া হচ্ছে। আশাকরি এবার সেই উত্তরটা তাঁরা পেয়ে গিয়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে চিন্তায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য দল তৈরি করেছেন তা একদম সঠিক ছিল বলেই টিম ইন্ডিয়ার এই রকম চোখ ধাঁধানো সাফল্য এটা মানতেই হবে।
মঙ্গলবার সেমিফাইনালে খেলতে নামার আগে তাই রোহিতদের উদ্দেশে একটাই কথা বলছি, সেটা হল যে ধারাবাহিকতা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছিল ভারত, সেই ধারাটাই বজায় রাখুক অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। এবং এই মুহূর্তে ওদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হলেন ট্রাভিস হেড। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব হেডকে আউট করতে পারলেই ভারতের পক্ষে জয়টা অনেক সহজ হয়ে যাবে। কেননা এই দলটায় প্যাট কামিন্স ও হ্যাজালউডরা নেই। তবুও কিন্তু অস্ট্রেলিয়া একবার শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে। কাজেই ভারত সতর্ক শামি, জাদেজারা সতর্ক বল করলে সাফল্য আসতে বাধ্য।
আর একটা কথা আমিও আগেও বলেছি, এখনও বলছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের দলের ট্রামকার্ড হতে পারে স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণ এখন যে ছন্দে রয়েছেন তাতে বিশ্বের যে কোনও ব্যাটার ওকে সমীহ করতে বাধ্য। নিউজিল্যান্ড ম্যাচে বরুণ ফের সেটা প্রমাণ করে দিয়েছে। কাজেই এটা বলতে দ্বিধা নেই বরুণই এই টুর্নামেন্টে রোহিত-গোতির ট্রামকার্ড।