
Truth Of Bengal : নিজের ভুল এখন নিজেই বুঝতে পেরেছেন উজবেকিস্তানের তরুণ দাবাড়ু ইয়াকুববোয়েভ। চলতি বছরের টাটা স্টিল প্রতিযোগিতায় এবারে বৈশালির প্রতিপক্ষ ছিলেন এই উজবেক দাবাড়ু। এই ম্যাচের আগে বৈশালী তাঁর প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে নিজের হাত বাড়িয়ে দিলেও তাতে কর্ণপাত করেননি ইয়াকুববোয়েভ। তিনি বোর্ডে নিজের ঘুঁটি সাজাতে শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। তারপরই নিজের বৈশালীর কাছে ক্ষমা চান উজবেক গ্র্যান্ডমাস্টার।
প্রসঙ্গত এই ঘটনার জের বহুদূর গড়ায়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আক্রমণের বান শানাতে থাকেন উজেবক গ্র্যান্ডমাস্টারের দিকে। তারপর কেন তিনি বৈশালির সঙ্গে করমর্দন করেননি তাঁর লম্বা যুক্তিও খাড়া করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি কোনও মহিলাকেই অসম্মান করি না। কিন্তু ধর্মীয় কারণের জন্যই আমি কোনও মহিলাকে স্পর্শ করি না।’ এরপর বিতর্ক না কমে উল্টে তা বেড়ে যায় দ্বিগুণভাবে।
পরিস্থিতি এমন হচ্ছে দেখে এরপরই ১৮০ ডিগ্রি ভোল পাল্টে ফেলেন উজবেক গ্র্যান্ডমাস্টার। নিজের ভুল বুঝতে পেরে ইয়াকুববোয়েভ বৃহস্পতিবার ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী প্রজ্ঞানন্দের কাছে নিজের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান তিনি। ফুলের তোড়া সঙ্গে নিয়ে এসে বৈশালির হাতে তুলে দিয়ে ইয়াকুববোভে বৈশালিকে জানান, ‘আমার সেদিন বড্ড তাড়াতাড়ি ছিল। সেই কারণেই একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তোমার সঙ্গে। এইজন্য আমি সত্যিই অনুতপ্ত।’এরপর অবশ্য ইয়াকুবকে এই ঘটনার ক্ষমা করে দেন বৈশালিও।