
The Truth Of Bengal: একই অলিম্পিক্সে পর পর দুটো পদক জয়লাভ করার নজির গড়েছেন মনু ভাকের । এই নজিরের ফলে মনু ভাকের কে বিশেষ সম্মাননা দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। মনু ভাকেরের এই অবদানের কথা মাথায় রেখে প্যারিস অলিম্পিক্স এর শেষ দিনে তাঁর হাতেই তুলে দেওয়া হবে ভারতের পতাকা অর্থাৎ তিনি ভারতের পতাকা বাহক হবেন। শুরুতে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন শরৎ কমল ও পিভি সিন্ধু। আর শেষ দিনে ভারতের হয়ে পতাকা বহন করতে দেখা যাবে মনু ভাকেরকে।
পুরুষদের তরফ থেকে কে পতাকা বহন করবেন তা অবশ্য এখনো নির্ধারিত হয়নি তবে মহিলাদের মধ্যে মনু ভাকেরকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। মনু কে নিয়ে বেশ কয়েকদিন ধরে দেশবাসীর মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এক কথায় মনুতে মজে ছিল দেশ। তিনি হ্যাটট্রিক করতে না পারলেও সামনের অলিম্পিক্সকে পাখির চোখ করেছেন এখনই। শেষ দিনে পতাকা বহন করা মনু অবশ্য এখন ভাবছেন পরের অলিম্পিক নিয়ে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই তিনি স্থির করে ফেলেন পরের প্রতিযোগিতায় তিনি কিভাবে লড়বেন। ইতিমধ্যে এটা ঠিক করে ফেলেছেন মনু । সেই সঙ্গে তিনি জানিয়েছেন তাঁর এই লড়াইয়ে যারা পাশে ছিলেন মানে তাঁর পরিবার , তাঁর বন্ধু-বান্ধব, গোটা টিম সবাইকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কঠোর পরিশ্রমই যে সাফল্যের একমাত্র চাবিকাঠি তাও বারবার বলেছেন ২২ বছরের এই শুটার ।
১০ মিটার এয়ার রাইফেল এ তার হাত ধরেই প্রথমে ব্রোঞ্জ আসে দেশে। তারপর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পান, তাঁর সঙ্গে ছিলেন সরবজোৎ সিং। পর পর দুটো পদক জয়লাভ করলেও , সামান্য একটুর জন্য পারলেন না হ্যাটট্রিক গড়তে । তফাৎ ছিল মাত্র ০.১ সেকেন্ড । ১৪০ কোটি ভারতবাসীর প্রথম পদকের স্বপ্ন পূরণের শ্রেষ্ঠ কারিগরের শিরোপা মনু ভাকেরের মাথাতে উঠেছে । সে কারণে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে তিনি ভারতের হয়ে পতাকা বহন করবেন শেষ দিন । ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।