খেলা

ট্রফি জয় করতে চান উদয় সাহারান

Uday Saharan

The Truth of Bengal: আইসিসির ওডিআই বিশ্বকাপের পর এবার আইসিসির অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভাবা হয়েছিল ফাইনালে হবে ভারত পাকিস্তান ম্যাচ,তা আর হচ্ছে না। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। ফলত উদয় সাহারানদেরকে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে বিরাট রোহিতরা পারেনি এবার ছোটদের বিশ্বকাপে কি হবে সেদিকে নজর রয়েছে দেশবাসীর। তার মাঝেই এবার ভারত অধিনায়ক উদয় বলেছেন, চ্যাম্পিয়ন হতে চাইছেন। সেটাই তাদের এই মুহূর্তে একমাত্র স্বপ্ন।  ইতিহাসের পুনরাবৃত্তি চাইছেন , ইতিহাসে নিজেদের নামটা লেখাতে চাইছেন। মানুষকে অনূর্ধ্ব ১৯ দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন উদয় সাহারান।

ফাইনালের আগে উদয় আরো বলেছেন দল ফাইনালে উঠেছে তার কারণ দলের মধ্যে একতা রয়েছে। সবাই সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত। সে জন্য এবার বিশ্বকাপ ছিনিয়ে আনবেনই , এমনই বলেছেন উদয়। তাঁদের চোখ শুধু ট্রফির দিকে। টানা ছটি  ম্যাচে জিতে তারা ফাইনালে উঠেছেন। তাদের একতার জন্যই এবার ট্রফি জিতবেন বলেই উল্লেখ করেছেন।

Related Articles