খেলা
Trending

আইসিসির সেরা ক্রিকেটারের দৌড়ে তিন ভারতীয়, বিরাট-শুভমান-শামি ছাড়া তালিকায় আর কে?

Three Indians in the race for ICC's best cricketer,

The Truth Of Bengal: বিশ্বকাপে ভারত জিততে না পারলেও আইসিসির ওডিআই বিশ্বকাপের তালিকায় ভারতীয় খেলোয়াড়দের দাপট। সে তালিকায় রয়েছেন বিরাট কোহলি , শুভমান গিল, মহাম্মদ শামি র মতো খেলোয়াড়রা । সঙ্গে রয়েছেন আর একজন বিদেশী খেলোয়াড় । ড্যারিল রয়েছেন সেই তালিকায় ।

আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন  চারজন ক্রিকেটার। তার মধ্যে ভারতেরই তিনজন রয়েছে বিদেশি খেলোয়াড় একজন। ভারতের মহাম্মদ শামি, বিরাট কোহলি ও শুভমান গিল রয়েছেন তালিকায় । ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বেছে নিতে চলেছে সেরা ক্রিকেটারকে । নতুন বছরে এ যেন দর্শকদের কাছে নতুন প্রাপ্তি। যদিও এই প্রাপ্তি প্রায়ই হয়ে থাকে। আইসিসি সেরা খেলোয়াড়দেরকে বেছে তাদেরকে পুরস্কার দিয়ে থাকেন বিভিন্ন সময়ে। বিরাট কোহলিকে আইসিসি এই তালিকায় বেছে নেবায় যথেষ্ট খুশি সমর্থকেরা। বিরাট কোহলি তে মুগ্ধ গোটা দেশ। এবার ওডিআই বিশ্বকাপে ভারতের জিততে না পারলেও দলকে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে যাবার পেছনে যাদের যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম বিরাট কোহলি।একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করেন কোহলি। শচীনকে ছাপিয়ে গিয়ে তার এই রেকর্ড।  তিনি এবারের ওডিআইতে নিজেকে ছাপিয়ে গিয়ে খেলেছেন। তার পাশাপাশি মহাম্মদ শামিকে বেছে নেওয়া হয়েছে ।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি এবার দারুণ পারফর্ম করেছে। প্রথম কয়েকটা ম্যাচের সুযোগ না পেলেও পরের ম্যাচে প্রত্যাবর্তনেই ধামাকাদার পারফরম্যান্স করেছেন সামি । ১৮ ম্যাচে ৫৫ উইকেট নেন । বিশ্বকাপে শুরু থেকে খেলতে না পারলেও পরের দিকে শুভমান গিল নিজের জাত চেনাতে ভুল করেননি। তাঁর মোট রান ১৫৮৪। ডেঙ্গিতে আক্রান্ত হলে ও মনোবল অটুট থেকেছে। তরুণ এই ক্রিকেটারের প্রতি ভরসার রয়েছে দেশের আম জনতার। আর তাকেও এই তালিকায় দেওয়া একটুও বাড়াবাড়ি বলে মনে করে না দেশবাসী। অন্যদিকে ড্যারিল মিচেল জোড়া শতরণ করার পাশাপাশি নিজের সারা বছরই দারুণ খেলেন তাই অন্যান্য ক্রিকেটারদেরকে ছাপিয়ে তিনি আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন।

Free Access

Related Articles