খেলা

শেষ দিন পর্যন্ত দলের এমন ধারাবাহিকতাই রাখতে হবে : মোলিনা

The team must maintain this consistency until the last day: Molina

Truth Of Bengal: শনিবার আইএসএল-র আরও একটা ডার্বি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে মোহনবাগান। ৪-০ গোলে জয় তুলে নিয়েছে মোলিনার দল। তাই ম্যাচ শেষে খুশি সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ জানান, ‘মহমেডান ম্যাচে দল জিতেছে। এই ম্যাচের রেজাল্ট দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তবে যে সুযোগগুলো আমরা পেয়েছিলাম তা থেকে মাত্র চারটে সুযোগ কাজে লাগিয়েছি। খেলোয়াড়দের মাথায় রাখতে হবে পরবর্তী ম্যাচগুলিতে যাতে যে কটা সুযোগই আসবে, তা কাজে লাগাতে হবে।’

বাগান কোচ আরও জানান, ‘প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের ওপর আক্রমণ শানিয়ে সুযোগ তৈরি করাই আমার মূল লক্ষ্য। কেননা আমি জানি যত বেশি সুযোগ তৈরি করলেই গোলের দেখা পাওয়া যাবে।’

চলতি আইএসএল-এ মোহনবাগান যে ছন্দে রয়েছে, তাতে লিগ-শিল্ড জয় করার ক্ষেত্রে প্রায় অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে বাগান ব্রিগেড। কিন্তু এইসব নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নন সবুজ-মেরুন হেডস্যার। তাঁর কথায়, ‘এইসব নিয়ে আমাদের এখনই ভাবার কিছু নেই। হাতে এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। আমাদের পরের ম্যাচ খেলতে হবে পঞ্জাবের বিপক্ষে। লুচা মাকেনরা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। বেঙ্গালুরুর মত দলকে হারিয়েছে ওঁরা। কাজেই পঞ্জাবকে নিয়ে তো ভাবতেই হবে। এবং মহমেডান ম্যাচের এই ধারবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই আগামী ম্যাচগুলিতে মাঠে নামতে হবে।’

Related Articles