
The Truth Of Bengal: ২২ মার্চ শুরু আইপিএল। তার আগেই এবার আইপিএলের উত্তাপ বাড়িয়ে দিল সম্প্রচার কারী এক চ্যানেল । স্টার স্পোর্টসের তরফ থেকে এবার এক ভিডিও সামনে আনা হলো । সেখানে হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলকে দেখা যাচ্ছে। খেলোয়াড়দেরকেও একেবারে অন্য রকম ভাবে দেখা গেছে । তারাও সাধারণ মানুষের মতো এই আইপিএল নিয়ে মাতোয়ারা । এই প্রমো শুট করতে গিয়ে বিভিন্ন দলের খেলোয়াড়দের একসূত্রে গেঁথে দিয়ে এই জনপ্রিয় সম্প্রচারকারী চ্যানেল।
FREE ACCESS