খেলা

হৃদয় ভাঙল কলকাতাবাসীর, অপেক্ষা আরো চার বছর

Icc world Cup 2023

The Truth of Bengal: কলকাতাবাসীও অপেক্ষায় ছিল চ্যাম্পিয়ন হবেই রোহিতরা । হল না । সারাদিনের উন্মাদনা যেন মুহূর্তে ম্লান হয়ে গেছে। সারা দিন ছিল ছুটির দিন।  সকাল থেকে খেলার দিকে মুখিয়ে ছিল কলকাতাবাসী,সহ সারা দেশের মানুষ। গোটা দেশের মতো কলকাতা বাসীও ভেবেছিল জিতবে ভারত। অস্ট্রেলিয়ার  সামনে ধরাশায়ী হ্ওয়ার পর মন ভেঙেছে শহরবাসীর। কাপ আসবে ভারতে কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে গেল। হলো না জয় ।

মন ভেঙেছে সমর্থকদের। রবিবাসরীয় দুপুরে ম্যাচ দেখবেন গলা ভেজাবেন ভেবেছিলেন কলকাতা বাসী । তার হয়নি । কাজ ফেলে ম্যাচ দেখার জন্য অপেক্ষা করলেন সকলে। সারা দিন কলকাতা ছিল অন্য মেজাজে । নাওয়া খাওয়া ভুলে গেছিলেন সকলে। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় প্রজেক্টারের মাধ্যমে করা হয়েছিল ম্যাচ দেখার আয়োজন। ম্যাচ জেতার আনন্দে কেউ কেউ আগে থেকে ভাড়া করে ছিল বাজনা, কেউ আয়োজন করে ছিল রাতে খাওয়া দাওয়া বন্দবস্ত।

কিন্তু সবকিছু তে আশায় জল জল পড়ল। ভারতে থেকে বিশকাপ ছিনিয়ে নিয়ে গেলো অস্ট্রেলিয়া। জিততে না পারায় অবশেষে যেন নিজেরাই নিজেদেরকে আস্বস্ত করছেন। খানিকটা সান্ত্বনা দিয়েই বিশকাপের হার মেনে নিয়েছে গোটা দেশবাসী।

Related Articles