খেলা

বাগানে বাজল ভোটের দামামা, গঠিত হল নির্বাচনী বোর্ড

The election bell rang in Bagan, the election board was formed

Truth Of Bengal: মেরিনার্স সমর্থকরা শনিবার যখন টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড জয় নিয়ে চায়ের কাপে তুফান তুলছেন, তখন মোহনবাগান ক্লাবে বাজল নির্বাচনের দামামা। এদিন গঙ্গা পাড়ের ক্লাবে নির্বাচনী বোর্ড গঠন হল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে। বৈঠকে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পাশাপাশি প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর বক্তব্যও শোনা হল গুরুত্ব সহকারে। বৈঠক শেষে ক্লাবের তরফে নির্বাচনী বোর্ড গঠনের সিদ্ধান্ত জানানো হলেও চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, যাঁদের নাম নির্বাচনী বোর্ডের সদস্য হিসাবে নির্ধারণ করা হয়েছে তাঁদের সম্মতি নেওয়ার পরই নাম ঘোষণা করা হবে।

এর আগে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস-সহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করানোর দাবি তোলেন। সেদিনই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্রুত এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। সেদিনই জানানো হয়, নির্বাচন সংক্রান্ত আলোচনায় মতামত জানাতে ডাকা হবে সৃঞ্জয় বোসকেও। সেই মতো এদিন কার্যকরী কমিটির বৈঠকে প্রাক্তন সচিবকে আমন্ত্রণ জানানো হয়।

শনিবারের কার্যকরী কমিটির বৈঠকে ক্লাবের নির্বাচন নিয়ে আইনি কিছু পরামর্শ পেশ করেন সৃঞ্জয়। সেই বক্তব্য শোনা হয়। মোহনবাগানের আরও কিছু সদস্য নির্বাচন নিয়ে আইনি পরামর্শ পাঠিয়েছেন ক্লাবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কোনও সদস্য আইনি পরামর্শ দিতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরামর্শ চাওয়া হবে। পাশাপাশি জানানো হয়েছে, সৃঞ্জয়-সহ অন্য সদস্যদের দেওয়া আইনি পরামর্শ নিয়ে ক্লাবের তরফে যোগাযোগ করা হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে। তাঁর পরামর্শ মেনেই কাজ করবে নবগঠিত নির্বাচন বোর্ড।

Related Articles