
The Truth of Bengal: চলতি বছরে অনেকগুলি ইভেন্ট রয়েছে। তার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। চার থেকে ত্রিশে জুন হবে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে রোহিত শর্মা। এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি জয় শা। এদিকে এবার জল্পনা চলছে ১লা মে’র মধ্যে সব দলকে তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিতে হবে। এবং ২৫ শে মে’র মধ্যে স্কোয়াডে পরিবর্তন করা যেতে পারে।
আইসিসি যদি এই নিয়ম বলবৎ করে তাহলে আইপিএল এর মাঝেই ভারতকে দল ঘোষণা করতে হবে কারণ বাইশে মার্চ থেকে ২৬শে মে পর্যন্ত রয়েছে আইপিএল। ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ফাইনাল ম্যাচ আর জিততে পারেনি। সে কারণে এবার এই বিশ্বকাপে ভারত জিতুক এটা চান খেলোয়াড়রা এবং বোর্ড এর তরফে থেকে অনেক ভেবেচিন্তে দল ঘোষণা করা হবে।
আইপিএলের মাঝে এই দল ঘোষণা করতে কে ক্রিকেট বোর্ড এমনটা মনে করছে বিশেষজ্ঞরা। আর ক মাসের অপেক্ষা টি টোয়েন্টি বিশ্বকাপের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল আইপিএলের খেলা দেখেই এই দল ঘোষণা করা হবে ,এবার আইপিএলের মাঝে যদি দল ঘোষণা করতে হয় বিসিসিআইকে তাহলে। এই নির্বাচন করতে বেশ চাপে পড়তে হবে বোর্ডকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।