খেলা

আইপিএল-র বাকি ম্যাচের ভেন্যুর তালিকা ঠিক বোর্ডের! তালিকায় রয়েছে কলকাতার নামও

The board has released the list of venues for the remaining matches of the IPL! Kolkata's name is also on the list

Truth of Bengal: পহেলগাঁও-র বৈসরনে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যেই সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। যার প্রভাবেই ২০২৫ সালের আইপিএল-র ম্যাচ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে ম্যাচ স্থগিত হলেও আইপিএল-র দ্বিতীয় দফা নিয়ে ইতিমধ্যেই জোড় আলোচনা শুরু করে দিয়েছেন বোর্ড কর্তারা।

সূত্র মারফত জানা গিয়েছে, বোর্ড কর্তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। যদি সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে ক্রিকেটের এই মেগা লিগের বাকি ম্যাচগুলি কোন জায়গায় অনুষ্ঠিত হবে, তা প্রায় এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই। আর সেই সম্ভাব্য তালিকায় উঠে আসছে কলকাতার নাম-ও।

কেননা বোর্ড কর্তারা মনে করছেন আইপিএল-র বাকি ম্যাচগুলি করার ব্যাপারে নিরাপদ হল ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলিও। কেননা দক্ষিণ ভারতের শহরগুলিকে বেছে নেওয়ার কারণই হচ্ছে পাকিস্তান লাগোয়া সীমান্ত থেকে এই রাজ্যগুলি অনেকটাই দূরে। তাছাড়া এখানে বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে। সুতরাং প্রতিটা দলের ক্ষেত্রে যাতায়াতের সুযোগ রয়েছে। পাশাপাশি ম্যাচ শেষে এখান থেকেই বিদেশি ক্রিকেটাররা দেশেও ফিরতে পারবেন।

বিশেষ সূত্র মারফত আরও জানা গিয়েছে, বোর্ড কর্তাদের তালিকায় রয়েছে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এবং কলকাতা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, এবং বোর্ড কর্তারা কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর থাকবে।

Related Articles