খেলা

ধরমশালা ম্যাচের আগে চার দিনের ছুটিতে টিম ইন্ডিয়া

Team India on a four-day break

The Truth of Bengal: রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে সিরিজ পকেটে পুরেছে ভারত। এবার ম্যাচ রয়েছে ধরমশালায় । তার আগে ম্যাচের টেস্ট সিরিজ জয় হয়েছে ভারতীয় শিবিরের। চারদিনের ছুটি পেয়েছে টিম ইন্ডিয়া। ছুটির মেজাজে রয়েছে খেলোয়াড়রা। আগামী ম্যাচ রয়েছে ৭ই মার্চ। সিরিজের জন্য তারা ৩রা মার্চ একত্রিত হবেন। খেলোয়াড়রা ধরমশালায় খেলার আগে এই সময়টা ছুটিতেই থাকবেন বলে জানা গিয়েছে।

প্রথম ম্যাচে হারের  পর তার পরের ম্যাচ অর্থাৎ বিশাখাপত্তনাম ১০৬ রানে  জয় পেয়েছিল ভারত। রাজকোটে ফের জয়। ৪৩৪ রানের রেকর্ড জয় তুলে নেয় ভারত।এবার রাঁচিতেও ৫ উইকেটে জয়ী হয় ভারত। এবারের এই টেস্ট সিরিজে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছিল ভারতকে।

এবার একঝাঁক তরুণ ক্রিকেটার ছিল এই সিরিজে। তারুণ্যের উপর ভর করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার কোথাও গিয়ে ক্ষুন্ন হয়নি। তা যেন প্রমানিত হয়েছে এই সিরিজে। সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দল কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজের ফল খুব গুরুত্বপূর্ণ। এবার ধরমশালায় রোহিত ব্রিগেড চার এক লক্ষ মাত্রা নিয়ে নামতে চলেছে। রাঁচিতে জেতার পরই স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত শর্মা। রাচি টেস্টে জয়ী ভারতীয় টিম যে ধরমশালায় আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে তাও একেবারে স্পষ্ট। রাঁচি টেস্টের পর হিটম্যান নিজেই বলেছিলেন আত্মবিশ্বাসী দল ভালো খেলবে। কোথায় ধরমশালা টেস্টকে কোন মতেই হালকাভাবে নিতে চায় না টিম ইন্ডিয়া, শেষটা রোহিত ব্রিগেড করতে চায় ‘মধুরেণ সমাপয়েৎ’। এখন  চার দিনের ছুটি কাটিয়ে  দলের সঙ্গে যোগ দিয়ে পরবর্তী ম্যাচ নিয়ে ভাববে টিম ইন্ডিয়া।

Related Articles