
Truth Of Bengal : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে গুরতর অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের ক্রিটেটার তামিম ইকবাল। সূত্রের খবর, বুকে তীব্র ব্যথা অনুভব করায় তামিমকে ভরতি করতে হয়েছে হাসপাতালে। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘এর আগেও তামিম দুবার হৃৎরোগে আক্রান্ত হয়েছেন। এখন আগের তাঁর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’
তামিমের ব্যাপারে ম্যাচের রেফারি দেবব্রত পাল বলেন, ‘তামিমের এঞ্জিওগ্রাম করা হয়েছে। এবং তারপরই দেখা গিয়েছে তাঁর হার্টে ব্লক রয়েছে।’ তামিমের ক্লাব ঢাকা মহমেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্তা তারিকুল ইসলাম জানান, ‘তামিমকে ঢাকা এভায়কেয়ার হাসপাতালে আনার ব্যবস্থা করার কথা চিন্তা করা হচ্ছিল। কিন্তু সেই সময় তাঁকে হেলিকপ্টারেও ওঠার মত ক্ষমতা তাঁর ছিল না। ফলে তাঁকে আপাতত ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
তামিম মহমেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন। বিকেএসপি-র তিন নম্বর মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। দলের অধিনায়ক হিসাবে টসও করেছিলেন তামিম। এরপরই আচমকা অসুস্থ বোধ করেন তামিম। তারপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ইতিমধ্যে তামিমের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা।