
Truth Of Bengal: আগামী ৮ ফেব্রুয়ারি হরিয়ানার বিপক্ষে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে মুম্বই। সেই ম্যাচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই দলে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার সূর্যকুমার যাদব, শিভম দুবেরা।
উল্লেখ্য, সূর্য কুমার যাদব ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ভাল ছন্দে ছিলেন না। পাঁচ ম্যাচে স্কাই মোট রান করেছেন ২৮। তার মধ্যে সর্বোচ্চ রান হল ১৪। এমনকি সূর্যকে একটি ম্যাচে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরেছিলেন। উল্লেখ্য, মুম্বই গ্রুপ লিগের শেষ ম্যাচে মেঘালয়ের বিপক্ষে ৪৫৬ রানে জয় পেয়েছিল।
প্রসঙ্গত, সূর্যকুমার গত অক্টোবর মাসে মুম্বইয়ের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন। কিন্তু শিভম দুবে গত মাসে মুম্বইয়ের হয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরাও। তবে শিভম সেই ম্যাচে কোনও রান পাননি। মুম্বই দল রঞ্জিতে মোট ৪২ বার চ্যাম্পিয়ন্স হয়েছে। এবং এবারও তাদের মূল লক্ষ্যই হচ্ছে রঞ্জি ট্রফি জয় করা। রোহতকের বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে এই কোয়ার্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অজিঙ্কা রাহানে।