
The Truth of Bengal: একদিকে যখন হার্দিক পান্ডিয়া ফাড়া কাটানোর জন্য পুজো দিয়ে নতুন ভাবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ঠিক তখনই আর এক খেলোয়াড়কে নিয়ে ধোঁয়াশা তৈরি হলো। হার্দিক পান্ডিয়ার গৃহপ্রবেশ হলেও কবে সূর্মকুমার যাদবকে পাবে মুম্ব্ই ইন্ডিয়ান্স তা এখনো নিশ্চিত নয় দল। ২৪ তারিখ ও ২৭ তারিখের ম্যাচ দুটোতে তাকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরের সময় চোট পেয়েছিল পায়ে।
তার পর থেকে আর ২২ গজের ফেরা হয়নি। যদিও মাঝে অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের।এদিকে আইপিএল আসন্ন। হাতে আর কটা দিন বাকি, গোটা দেশ যখন আইপিএলে মাতবে তখন সূর্য থাকবেন দূরে। আইপিএলের প্রথম দুটো ম্যাচ তার না খেলার সম্ভাবনা রয়েছে। মুম্বই এর এই অ্যাটাকিং ব্যাটার ‘সূর্যের আলো’ ঠিক কবে দেখা মাঠে যাবে তাও স্পষ্ট নয়। এনসিএতে এখন তার রিহ্যাব চলছে তবে এনসিএর মেডিকেল টিম কবে সূর্য কুমারকে ফিটনেস সার্টিফিকেট দেবে তা এখনও স্পষ্ট নয়।
আইপিএল এর পরেই জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে পুরো টিম ম্যানেজমেন্ট সূর্যকে চাইছে যে কারণে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না এনসিএ কর্তৃপক্ষ। সূর্য পুরো ম্যাচ ফিট হ্ওয়ার পরে এনসিএর তরফ থেকে সবুজ সংকেত মিলবে বলে খবর। তবে যা জানা গিয়েছে , ২৪ তারিখ গুজরাট ও ২৭ তারিখ হায়দ্রাবাদের ম্যাচে সূর্যকে না পাওয়া গেলেও তার পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যেতে পারে। তবে এবার হার্দিক পান্ডিয়ার হাত ধরে ট্রফি ঘরে আসবে বলেই মনে করছেন সমর্থকেরা।