খেলা

‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব’ – ভারতীয় ফুটবল টিমকে নিয়ে এশিয়ান কাপে আশাবাদী সুনীল ছেত্রী

Sunil Chhetri is optimistic about the Asian Cup with the Indian football team

The Truth Of Bengal : আসন্ন এশিয়ান কাপে ভারত কেমন পারফর্ম করবে তা নিয়ে কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকে চাপে রয়েছে। কারণ এবার অনেক কম খেলোয়াড় নিয়ে ইগর স্ট্যিম্যাচকে রওনা দিতে হয়েছে দোহার উদ্দেশ্যে। তাছাড়া অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান ভালো মানের দল তাদের বিরুদ্ধে লড়াই কেমন হবে তা নিয়ে চিন্তিত রয়েছেন দলের কোনো কোনো খেলোয়াড়। তার মধ্যে অন্যতম সুনীল ছেত্রী।

তার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করবো বলেই তিনি জানিয়েছেন। দেশের ফুটবলের যে অনেক উন্নতি হয়েছে গত সাত আট বছরে তা তিনি স্বীকার করেছেন । প্রতিপক্ষ যারা রয়েছে তাদের কথাও শোনা গেছে তার গলায় । কতটা ভালো খেলবে প্রতিপক্ষ দল তা স্পষ্ট এমনটা জানিয়েছেন তিনি। ৯৩ টি আন্তর্জাতিক গোলের মালিক সুনীল এই নিয়ে তিনবার এশিয়ান কাপে খেলছেন। টানা আঠারো বছর তিনি খেলেছেন। চাপ যে একটা রয়েছে তা স্বীকার করেছেন সুনীল।

আগামী ১২ জানুয়ারি থেকে কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্টিমাচ এর আগে  বলেছিলেন , প্রস্তুতির জন্য অল্প সময় আমাদের হাতে রয়েছে। ফলে বড় ফলাফল আশা করা কঠিন। আর এবার ৩৯ বছর বয়সী সুনীল মন্তব্য করলেন ম্যাচের ভবিষ্যৎ নিয়ে।

 

FREE ACCESS

Related Articles