খেলা

সাহালের চোটে চিন্তায় স্টিমাচ

Asian Cup 

The Truth of Bengal: এশিয়ান কাপে দোহাতে খেলতে যাবে ভারতীয় ফুটবল টিম। তার আগে খেলোয়াড়দের চোট আঘাত সমস্যা চিন্তা বাড়াচ্ছে কোচ ইগর স্টিম্যাচের । তিনি যে দল ঘোষণা করেছেন সেই দলে রয়েছে মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ। এদিকে সাহাল চোটে কাবু। আই এস এলে মোহনবাগানের হয়ে খেলার সময় চোট পান। তারপর আর তাকে মাঠে দেখা যায়নি। এদিকে ভারতীয় ফুটবল টিম দোহার উদ্দেশ্যে রওনা দেবে।

তার আগে ইগর স্ট্যিম্যাচ বারংবার মোহনবাগানের সাহালের  ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে। ৫০ জনের দল আগে ঘোষণা হলেও খেলতে যাবে 26 জন। চোটের  কারণে কাবু সাহাল কে ছেড়ে  ইগর বাকি  দলটা নিয়ে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় দলের এরকম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয় , তবে কোচের কপালে চিন্তার ভাঁজ। গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডারকে বাদ দিয়েই কি তাকে দল সাজাতে হবে !

তবে এদিকে সাহাল বাগান শিবিরে নিয়মিত প্র্যাকটিস করছে না।জাতীয় দলের হয়ে তিনি খেলতে পারবেন কিনা তাহলে তরফ থেকেও এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে জাতীয় দলের কোচ ভেবেছিলেন মুম্বাই বা কলকাতায় কোন একটা জায়গায় জাতীয় দলের খেলোয়াড়দের প্র্যাকটিস করাবেন। ক্লাবগুলো ফুটবলার ছাড়তে না চাওয়ায় তিনি বিদেশের মাটিতে দোহাতে প্র্যাকটিস করাতে চাইছেন।

Related Articles