পন্টিংয়ের পর সৌরভ, এবার কি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ দাদার?
Sourav after Ponting, is this the end of the relationship with Delhi Capitals?

Truth Of Bengal: রিকি পন্টিংয়ের পর এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস থেকেও একপ্রকার ছাঁটাই হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে দিল্লি ম্যানেজমেন্ট জিএমআর গ্রুপ ও জেএসডব্লিউ গ্রুপদিল্লি ক্যাপিটালসের মালিকানা এই দুই সংস্থা আগামী ২ বছর দল চালাবে। আর তারা শুধু প্লেয়ার আর কোচ রিকি পন্টিংকে সরিয়ে থামতে চান না।
তারা পুরো সাপোর্ট স্টাফ গ্রুপেও বদল চান, সেই কারণে সৌরভকে সরতে হচ্ছে। কারণ গত ২ বছর সৌরভ দিল্লির ডিরেক্টর ছিলেন আর ২ বছরই চূড়ান্ত ব্যর্থ হয় দিল্লি। তবে জিন্দাল গোষ্ঠী আগামী ২ বছর মহিলা আইপিএল দলের দায়িত্বতে থাকবে। মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটাসে সৌরভই দলের ডিরেক্টর থাকবেন। আর পুরুষ দলের ডিরেক্টর হিসাবে আসছেন প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাও। যাঁকে একসময়ে গ্রেগ চ্যাপেল সৌরভকে দল থেকে বাদ দিয়ে দলে নেন। আর দিল্লির কোচ হবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হেমাঙ্গ বাদানি।
এবারে প্রশ্ন সৌরভ আগামী ২ বছর করবেন কী! কারণ মহিলা দলের ডিরেক্টর থেকে আদৌ লাভ হবে কিনা সৌরভের! সৌরভ ঘনিষ্টরা বলছেন বিষয়টা ভালভাবে মেনে নিতে পারছেন না মহারাজ। এটা তার কাছে সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই না। ২০২৫ সালে সিএবি নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সৌরভকে ফের সিএবি সভাপতি দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বোর্ডে আবার ফেরার সৌরভের আপাতত কোনও সম্ভাবনাই নেই।
গত দুই মরসুমে প্রচুর খরচ করে দল গড়েও সাফল্য আসেনি দিল্লি ক্যাপিটালসের। দলের মাথায় রাখা হয়েছিল দুই প্রাক্তন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে। প্রত্যাশিত সাফল্য না আসায় এবার ফ্র্যাঞ্চাইজি ব্যাকগ্রাউন্ড স্টাফে পরিবর্তন আনছে দিল্লি ম্যানেজমেন্ট। রিকি পন্টিংয়কে আগেই সরানো হয়েছিল। এবার দলের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল দিল্লি ক্যাপিটালস।