ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্নে সম্মানিত সবুজ-মেরুণের
Son of the house Sourav Gangopadhyay is honored with the Mohun Bagan Ratna of Sabuj-Merun

The Truth of Bengal: এ বছর মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯ বছর মোহনবাগান ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন মহারাজ। এবার তাঁকে ক্লাবের মোহনবাগান রত্নে ভূষিত করছে সবুজ মেরুন। মোহনবাগান তাঁর ছেলেবেলার প্রেম। সৌরভ স্কুলে পড়াকালীন ক্লাস বাঙ্ক করে প্রায়ই মোহনবাগান মাঠে চলে যেতেন। কলকাতা লিগের উত্তেজক সব ম্যাচ তাঁকে আকর্ষন করত। তাঁর স্বপ্নের নায়কের তালিকায় ছিলেন আটের দশকের অধিকাংশ ফুটবলার । নানান আড্ডায় নিজেই বারবার সে কথা বলেছেন সৌরভ। ফুটবলার হওয়াই নাকি তাঁর লক্ষ্য ছিল। কিন্তু ভাগ্য যে তাঁকে নিয়ে গিয়েছিল ২২ গজে। মোহনবাগানের হয়ে হয়তো ফুটবল খেলেননি, তবে ক্রিকেট খেলেছেন চুটিয়ে। ক্লাব ক্রিকেটে সবুজ-মেরুনের নেতৃত্বও দিয়েছেন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইস্টবেঙ্গল গৌরব স্বীকৃতি পেয়েছিলেন আগেই। এবার মোহনবাগান রত্ন পেতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই ও সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সৌরভের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। ওই দিন থেকেই অনুশীলন শুরু করবে মোহনবাগানের সিনিয়র দল। যে দিন সৌরভের নাম ঘোষণা করা হল, সে দিনই মোহনবাগান কলকাতা লিগে প্রথম ম্যাচে জিতেছে।
সুব্রত ভট্টাচার্যকে এবারের মোহনবাগান দিবসে হাজির থাকার অনুরোধ করেছেন ক্লাব সচিব। আরও প্রাক্তনীরাও থাকবেন। সন্ধ্যা ৬টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে অন্বেষার সংগীতানুষ্ঠান। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন আভিলিন ঘোষ। সেরা হকি প্লেয়ারের পুরস্কার পাচ্ছেন সৌরভ পাসিন। বর্ষসেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত পুরস্কার পাবেন দিমিত্রি পেত্রাতস। সেরা যুব ফুটবলারের পুরস্কার পাবেন সুহেল ভাট। সেরা ফরওয়ার্ড হিসেবে সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পাবেন মনবীর সিং। প্রতুল চক্রবর্তীর নামাঙ্কিত রেফারিদের পুরস্কার পাবেন অবসরপ্রাপ্ত রেফারি দিলীপ সেন। এবার মতি নন্দীর নামাঙ্কিত সাংবাদিক পুরস্কার পাবেন দেবাশিস দত্ত। অঞ্জন মিত্রর নামাঙ্কিত সেরা ক্রীড়া প্রশাসকের পুরস্কার এবার পাচ্ছেন সাদার্ন সমিতির সৌরভ পাল।