খেলা

তাহলে কি নতুন সম্পর্কের ইঙ্গিত! দুবাইয়ের স্টেডিয়ামে চাহালের সাথে কে এই রহস্যময়ী?

So is this a sign of a new relationship? Who is this mysterious woman with Chahal at the Dubai stadium?

Truth Of Bengal: ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন। তাঁদের চার বছরের দাম্পত্য জীবনে প্রায় ১৮ মাস তাঁরা আলাদা ছিলেন। এখন শোনা যাচ্ছে, তাঁদের ডিভোর্স শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে চাহাল কি নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন?

সম্প্রতি, দুবাইতে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন চাহালকে এক রহস্যময়ী মহিলার সঙ্গে দেখা গেছে। দু’জনে পাশাপাশি বসে খেলা উপভোগ করেন। এরপর থেকেই প্রশ্ন উঠছে, এই রহস্যময়ী কে?

জানা গেছে, ওই মহিলার নাম আরজে মহভিশ। তিনি দিল্লির একটি রেডিও চ্যানেলে কাজ করেন এবং একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১৪ লাখ ফলোয়ার রয়েছে। বিগ বস ও নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি।

এর আগেও চাহালের সঙ্গে মহভিশকে এক পার্টির পর একসঙ্গে দেখা গিয়েছিল, তখনই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে মহভিশ দাবি করেছিলেন, তাঁরা শুধুই বন্ধু। কিন্তু এবার আবার একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। চাহাল কি সত্যিই পুরোনো সম্পর্ক ভুলে নতুন জীবনসঙ্গীর দিকে এগোচ্ছেন? নাকি এ সবই কেবল বন্ধুত্ব? এখন সেটাই দেখার বিষয়!

Related Articles