খেলা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব সতীর্থদের দিলেন স্কাই

Sky gives credit for series win against England to teammates

Truth Of Bengal : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুক্রবারই পকেটে পুড়ে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের এই সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। মেন-ইন-ব্লুজদের ঘরের মাঠে সিরিজ জয়ের কৃতিত্ব তিনি দিলেন দলের সকল সদস্যকে।

পুণেতে সিরিজ জয়ের পর স্কাই সাংবাদিক সম্মেলনে জানান, ‘এই সিরিজ জয়ের কৃতিত্ব দলের সকল সদস্যের। সকলেই মাঠে নিজেদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করেছেন। দলের সকলেই জানেন, আমরা কি ধরনের ক্রিকেট খেলতে পছন্দ করি। তবে শিভম ও হার্দিক যেভাবে ব্যাট করেছ তার প্রশংসা করতেই হবে। এই দুই ব্যাটারের জন্যই আমরা অনেকটা রান করতে পেরেছি।’

তবে ভারত অধিনায়ক শুধু ব্যাটারদেকেই কৃতিত্ব দেননি। তিনি প্রশংসা করেছেন দলের বোলারদেরও। তার মধ্যে আলাদাভাবে মেন-ইন-ব্লুজ অধিনায়ক প্রশংসায় ভরিয়ে দিলেন বোলার হর্ষিত রানার। কেকেআর বোলারের প্রশংসা করে সূর্য জানান, ‘শিভম মাঠে নামতে না পারার কারণেই হর্ষিতকে নামাতে বাধ্য হই। এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে হর্ষিত যেভাবে নিজেকে মেলে ধরল. তারও প্রশংসা করতে হবে।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। যেহেতু এক ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ জয় করে নিয়েছে। তাই বাণিজ্য নগরীর ম্যাচটা নিয়মরক্ষার ম্যাচ হয়েই দাঁড়াল।

Related Articles