খেলা

টি টোয়েন্টি নিয়ে ভাবছেন না শুভমন !

Shubman is not thinking about T20!

The Truth Of Bengal :  আর কয়েক দিন পরেই ঘোষিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কোন খেলোয়ার সুযোগ পাবেন কোন খেলোয়ার সুযোগ পাবেন না তা নিয়ে নানান রকম আলোচনা চলছে গোটা দেশজুড়ে। আর বিশ্বকাপ স্কোয়াডে যাদেরকে সুযোগ দেওয়া হবে তাদের প্রত্যেকের আইপিএলের পারফরম্যান্সে বিচার করা হবে বলে বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। এদিকে শুভমন গিলের  ভাবনায় এখনো নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনি আইপিএলেই মগ্ন হয়ে থাকতে চান। আইপিএল নিয়ে এখন যদি ভাবনা চিন্তা না করেন তাহলে গুজরাট টাইটানস দলের উপর অবিচার করা হবে বলে মত শুভমন  গিলের।

টি-টোয়েন্টি ক্রিকেটের থেকে আর বড় মঞ্চ যে কিছুই নেই তা তিনি স্পষ্ট করে জানিয়েছে। গত বছর আইপিএলে কমলা টুপি জিতেছিলেন শুভমন। তার ঝুলিতে ছিল ৮৯০ রান। এ বছরও বেশ ভালো ফর্মে রয়েছেন শুভমন । তবুও যদি বিশ্বকাপে তিনি জায়গা না পান তা নিয়ে তার কোন খেদ  থাকবে না। তিনি আশা করেন যে সুযোগ পাবেন আর যদি সুযোগ না পান তাহলে দলের বাকি খেলোয়াড়দের প্রতি তার শুভেচ্ছা থাকবে।

Related Articles