খেলা

কেকেআরে ফিরলেন শ্রেয়স আইয়ার

Shreyas Iyer returns to KKR

The Truth of Bengal: ২৪ এর আইপিএল এর আগে কেকেআর শিবিরে চলছে বেশ পরিবর্তন। এর মাঝে নাম ঘোষণা করা হলো অধিনায়কের। গত মরসুমে  চোটের কারণে শ্রেয়স আইয়ার এর  জায়গায় বসানো হয়েছিল নীতিশ রানা কে । যদিও এবার শ্রেয়স ফিরেছেন তাই তাকেই করা হয়েছে অধিনায়ক। এদিকে নীতিশকে  করা হলো সহ অধিনায়ক। বিশ্বকাপ শেষেই কথা শুরু হয়েছে আইপিএলের  ভাবনা। এ বিষয়ে  চর্চা চলছে বেশ। বিভিন্ন দলগুলোও বিভিন্ন পরিবর্তন শুরু করেছে। কলকাতা নাইট রাইডার্স  শিবিরে এসেছে পরিবর্তন।

সেখানে আবার ফিরে এসেছেন গৌতম গম্ভীর।আসন্ন আইপিএলে মেন্টর হিসাবে দেখা যাবে গম্ভীরকে। গম্ভীরের হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে। বিগত ন’বছর কলকাতা ট্রফি পায়নি। এবারে যে ট্রফির খড়া কাটবে সেদিকেই ঈঙ্গিত  করেছেন শাহরুখ । কারণ  আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএল নিলাম। সেই টেবিলে গম্ভীর  থাকবেন বলে জানিয়েছেন  শাহরুখ। কেকেআর মালিক শাহরুখ খান আগেই বলে দিয়েছেন ট্রফির  খরা কাটানোর জন্য যা যা করতে হয় সবটাই করবেন তিনি।

সে কারণেই গৌতমকে নতুন করে দলে যেমন আনা হয়েছে তেমনি অধিনায়কের ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় মাথায় রেখেই এবার শ্রেয়াসকে করা হয়েছে অধিনায়ক। নীতিশ গত বছর দলের  অধিনায়কত্বের ভূমিকা বেশ ভালোভাবেই পালন করেছিলেন। তাই এবার তাকে সহ  অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাবে। খুব বড়সড়ো বদল হয়নি। এদিকে শ্রেয়স আইআর জানিয়েছেন গত মরসুমে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল সে কারণেই তিনি ছিটকে গিয়েছিলেন। তিনি নিতিশের কথাটা উল্লেখ করেছেন নীতি গত বছর চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিল ওকে ভাইস প্রেসিডেন্ট করায় দলের লাভ হলে বলে উল্লেখ করেছেন শ্রেয়স।

Related Articles