কাজে এল না শার্দূল-তানুশের দূরন্ত লড়াই, মুম্বইকে ৫ উইকেট হারাল জম্মু-কাশ্মীর
Shardul-Tanush's long-range battle didn't work, Jammu and Kashmir lost to Mumbai by 5 wickets

Truth Of Bengal: রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখল মুম্বই। ভূ-স্বর্গের রাজ্যের কাছে ৫ উইকেটে হারতে হল রোহিত, রাহানে, শার্দূলদের। এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচে পর পর দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তবে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে দূরন্ত লড়াই করে দলকে খাদের কিনারা থেকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর ও তানুশ কোটিয়ান।
এই ম্যাচে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে মুম্বই সংগ্রহ করে মাত্র ১২০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০৬ রানে নিজেদের ইনিংস শেষ করে জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে তারা এগিয়ে থাকে ৮৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভূ-স্বর্গের বোলারদের কাছে মাথা নোয়ালেন রোহিত, যশস্বী, শ্রেয়স এবং রাহানেরা। চটজলদি মুম্বইয়ের প্রথম সারির ব্যাটারদের প্যাভেলিয়নে পাঠিয়ে বাণিজ্য নগরীর দলটির ওপর চাপ বাড়াতে থাকেন আকিব নবী, ওমর নজির মীররা।
তবে শুক্রবার ব্যাট হাতে জম্মুর বোলারদের দাপটের সামনে বুক চিতিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন শার্দূল ও তানুশ। ১৩৫ বল খেলে শার্দূলের সংগ্রহ ১১৯ রান। ১৮টি চারের সাহায্যে এই রান করেন তিনি। অন্য দিকে শার্দূলকে যোগ্য সঙ্গত দেন তানুশ-ও। ১৩৬ বল খেলে ৬২ রানের দূরন্ত ইনিংস উপহার দেন তিনি-ও। কিন্তু এই দুই ব্যাটার শনিবার প্যাভেলিয়নে ফিরে যেতেই আর বেশিদূর এগোয়নি মুম্বইয়ের স্কোর। দ্বিতীয় ইনিংসে রাহানে ব্রিগেডের সংগ্রহ ২৯০ রান।
জম্মু-কাশ্মীরের হয়ে বল হাতে দ্বিতীয় ইনিংসে আকিব নবী। দুটি ইনিংসে তাঁর সংগ্রহ ৬টি উইকেট। তবে জম্মর হয়ে দলটির হয়ে সর্বাধিক ৭টি উইকেট নেন যুধবীর সিং।
ম্যাচ জিততে গেলে জম্মু-কাশ্মীরের দরকার ছিল ২০৪ রান। শুরু থেকেই মুম্বই বোলারদের ওপর আক্রমণ করে এক কথায় ঝড়ো ইনিংস উপহার দেন ভূ-স্বর্গের ব্যাটাররা। ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা।