খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দলে নেই শামি

Shami is not in the team for the first T20 against England

Truth Of Bengal : বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামল ভারত। কিন্তু এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হল চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মহম্মদ শামির। যা দেখে হতবাক আপামর ক্রিকেটপ্রেমীরা।

শামির বাদ পড়া প্রসঙ্গে টিম ইন্ডিয়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শামি নাকি এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। তার কারণেই তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশে অর্শদীপের সিংয়ের পাশাপাশি রয়েছেন অস্ট্রেলিয়া সফরে দূরন্ত ছন্দে থাকা নীতিশ রেড্ডি। দুই পেসারের সঙ্গে তিন স্পিনার হলেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া পাশাপাশি অতিরিক্ত বোলার হিসাবে রয়েছেন হার্দিকও।

ফলে ঘরের মাঠে ৪৫০ রানের উইকেট পাওয়ার স্বপ্ন আর সফল হল না শামির। অপেক্ষা রইল এর পরের ম্যাচের জন্য।

প্রসঙ্গত, ২০২৩ সালে ঘরের মাঠেই বিশ্বকাপ খেলার সময়ই চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে কাটাতে তাঁকে। অবশেষে বাংলার হয়ে ঘরোয়া ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করছিলেন। তবুও তাঁকে আনফিট বলেই দলের হয়ে খেলতে পাঠাননি বোর্ড কর্তারা। এরপর সমালোচনার ঝড় উঠতে থাকে সর্বত্র।

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ট্রফির কথা মাথায় রেখেই ভারত ইংল্যান্ড সিরিজকে প্রস্তুতি হিসাবেই দেখছে। সে কারণে শামিকেও এই সিরিজে দলে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু প্রথম টি-টোয়েন্টি শামি সুযোগ না পাওয়ায় হতাশ সকলেই।

Related Articles