খেলা

মধ্যপ্রদেশের বিপক্ষেই বাংলার হয়ে মাঠে নামছেন শামি

Shami is entering the field for Bengal against Madhya Pradesh

Truth Of Bengal: অবশেষে মহম্মদ শামির মাঠে ফেরা নিয়ে সমস্ত জল্পনার অবসান হল মঙ্গলবার সকালে। আগামী বুধবার রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে বল হাতে দেখা যাবে মহম্মদ শামিকে। এদিন লিখিত বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

উল্লেখ্য, আহমেদাবাদে অনুষ্ঠিত গত একদিনের বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় গুরুতর চোট পেয়েছিলেন জাতীয় দলের এই পেসার। এমনকি তাঁর পায়ে অস্ত্রোপচারও করতে হয়। তারপর থেকে ৩৫৯ দিন মাঠের বাইরে ছিলেন শামি।

তারপর কিছুটা সুস্থ হয়ে এনসিএতে নিজেকে সম্পূর্ণভাবে খেলার উপযুক্ত করে তোলার নিরলস প্রয়াস চলছিল তাঁর। সামি আশা করেছিলেন আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে হয়তো ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরের জন্য চূড়ান্ত দলে মনোনীত হবেন, কিন্তু না তাঁর সেই আশা পূরণ হয়নি।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার জন্য ইতিমধ্যে শামিকে ইতিমধ্যে ছাড়পত্র দিয়ে দিয়েছে এনসিএ। শোনা যাচ্ছে শুধু রঞ্জি ট্রফিতেই নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও শামিকে দেখা যাবে বাংলার হয়ে খেলতে। এদিকে শামির মতো অভিজ্ঞতাসম্পন্ন একজন ক্রিকেটারকে মধ্যপ্রদেশ ম্যাচের আগে দলে পেয়ে দারুণ খুশি বাংলা শিবির।

Related Articles