রোহিতের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও রিজওয়ানের কলেমা পাঠ! রায়নার মন্তব্যে সমাজমাধ্যমে ঝড়
Rohit's Mahamrityunjaya mantra and Rizwan's Kalema reading! Raina's comment creates a storm on social media

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম প্রতীক্ষিত ম্যাচ ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সে ৬ উইকেটে জয় পায়। বিরাট কোহলি তার অনবদ্য ব্যাটিং দক্ষতা দেখিয়ে ৫১তম ওডিআই শতক করেন এবং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
রিজওয়ানের প্রার্থনা এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
ম্যাচ চলাকালীন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ডাগআউটে বসে প্রার্থনা করতে দেখা যায়। তার এই কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং অনেক সমর্থক মিশ্র প্রতিক্রিয়া জানায়। ধারাভাষ্যকারদের মধ্যেও এই বিষয়ে আলোচনা হয়।
Maulana Rizwan doing his thing.. but Suresh Raina didn’t hesitate! 😂 pic.twitter.com/1QCj5yY7E9
— Keh Ke Peheno (@coolfunnytshirt) February 23, 2025
আকাশ চোপড়ার প্রশ্ন ও ওয়াহাব রিয়াজের উত্তর
ধারাভাষ্যকার আকাশ চোপড়া সরাসরি প্রশ্ন করেন, ‘রিজওয়ান কী করছেন?’ উত্তরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ব্যাখ্যা দেন যে রিজওয়ান তসবীহ হাতে নিয়ে আল্লাহর নাম স্মরণ করছেন।
সুরেশ রায়নার মজাদার প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না বলেন, ‘রিজওয়ান প্রার্থনা করছেন, আর এদিকে রোহিত শর্মা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছেন।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে।
ভারতের জয়ের সংক্ষিপ্ত বিবরণ
পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। জবাবে, ভারত ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলির শতক এবং ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত সহজেই ম্যাচটি জিতে নেয়।