
The Truth of Bengal: আইপিএলের সেরা নেতা কে রোহিত না মহেন্দ্র সিং ধোনি ! এই দুজনের যে সাফল্য রয়েছে তা আর কোনো খেলোয়াড়ের নেই। এদিকে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের পদ থেকে সরে গেছে। ধনী হয়তো ২০২৪ সালের শেষবার আইপিএল খেলবেন তারপরে হয়তো তাকে আর পাওয়া যাবে না। ধীরে ধীরে এই দুজন খেলোয়ার আইপিএল থেকে সরে যাচ্ছেন। ফলতো আইপিএলে স্বর্ণযুগ শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে । রোহিত আইপিএল জিতেছেন ছ’বার । ধোনি আইপিএল জিতেছে পাঁচ বার । এখনো পর্যন্ত 16 বার আইপিএলের টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই ১০ বার আইপিএল জিতেছে।
আইপিএলের ধোনী রোহিতের লড়াই সব সময় চলে। বলা হয় তাদের মগজাস্ত্রের লড়াইটাই বেশি হয় আইপিএলে। অধিনায়ক হিসেবে রোহিত কখনো আইপিএল হারেনি বলা ভালো ধোনির বিরুদ্ধেও আইপিএল কখনো হারেনি । আইপিএলে কখনো যদি প্রথম কটা ম্যাচে রোহিতের দল হারে তাও বলা যায় না যে তারা চ্যাম্পিয়ন হবে না বরঞ্চ উল্টোটাই হয় । অপরদিকে ধোনির বিষয়টাই আলাদা তিনি বেশি বৈঠক করেন না খেলোয়াড়দের সঙ্গে তিনি খেলোয়াড়দেরকে বোঝার চেষ্টা করেন। ধনী রোহিতের নেতৃত্ব শেষ হতে চলেছে।
এদিকে মুম্বাই দায়িত্ব নিয়েছে হার্দিক পান্ডিয়া। রোহিত ধোনির আইপিএলে এই লড়াই বারবার চর্চায় থেকেছে গোটা দেশের মানুষের মধ্যে। আইপিএলের সময় ট্রেনে বাসে ট্রাম এ সবসময় চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স চর্চায় থেকেছে কিন্তু সেই লড়াই শেষ হতে চলেছে। আইপিএলের যেন স্বর্ণযুগের শেষের শুরু হয়ে গেল। যে ম্যাচগুলো দেখার অপেক্ষায় থাকেন সমর্থকরা তা হয়তো আর অপেক্ষা করবেন না। মুম্বাই ইন্ডিয়ান বিক্ষোভের মুখে পড়েছে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য। ইতি হলো ধোনি বনাম রোহিতের লড়াইয়ের ।