খেলা

নেপালের বিরুদ্ধে ম্যাচ জিতেও চিন্তায় রোহিত শর্মা

Asia Cup 2023

The Truth of Bengal: সেরা ছন্দে আসেনি টিম ইন্ডিয়া। এশিয়া কাপের এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারত, কিন্তু প্রতিটি খেলাতেই কোনও না কোনও জায়গায় খামতি থেকে যাচ্ছে। আর এই কারণেই দুশ্চিন্তা তাড়া করছে রোহিত শর্মার। নেপালের বিরুদ্ধে তাঁরা জয় পেয়েছে ঠিকই, কিন্তু একাধিক সময়ে মিসফিল্ড হয়েছিল, সেকথা মেনে নিয়েছেন ক্যাপ্টেন হিটম্যান। সুপার ফোরে চ্যালেঞ্জ আরও কঠিন হতে চলেছে, তা তিনি নীরবেই স্বীকার করে নিয়েছেন।

সোমবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, “এটা আমাদের সেরা পারফর্মেন্স নয়। এখনও ভাল খেলতে পারছি না। স্কোয়াডের অনেকেই দীর্ঘদিন পরে ক্রিকেটে ফিরেছে। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডার ভেঙে যাওয়ার পর হার্দিক ও ঈশান দায়িত্ব নিয়ে ভালো রান করে। নেপালের বিরুদ্ধে আমাদের বোলিং ভাল ছিল, কিন্তু ফিল্ডিং একদমই ভাল হয়নি।”

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টির কারণে খেলার ফলাফল অমীমাংসিত থেকে যায়। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে ২৩০ রানের টার্গেট দেয় নেপাল। কিন্তু বৃষ্টিবিগ্নিত ম্যাচের কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২০ ওভারের খেলা হয়, ১৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে ১৪৭ করে সুপার ফোরে ওঠে ভারত। রোহিত শর্মা(৭৪*) এবং শুভমন গিল(৬৭*) রান করেন।

Related Articles