খেলা
Trending

৪৩ বছর বছরে ডাবলসে শীর্ষে, নজির রোহন বোপন্নার

Rohan Bopanna topped the doubles in 43 years

The Truth Of Bengal : বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা ফের প্রমাণ করলেন রোহন বোপান্না। জয়ের খিদে আজও তাঁকে ছুটিয়ে নিয়ে চলেছে। এই ৪৩ এ এসেও দেখাচ্ছেন দাপট। কোর্টে নেমে প্রতিপক্ষকে অনায়াসে চ্যালেঞ্জ ছুড়তে পারেন। আর মাত্র দুই ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হওয়া এখন সময়ের অপেক্ষা। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বোপান্না। তাঁর সতীর্থ ম্যাথু এবডেন। কোয়ার্টার ফাইনালে ম্যাক্সিমো গঞ্জালেজ় এবং আন্দ্রেস মোলতেনিকে হারালেন বোপান্না-এবডেন।

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে এই নজির গড়েছেন বোপান্না। তাঁর এই জয়ের পর উচ্ছ্বসিত মহেশ ভূপতি। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন ‘রোহান বোপান্নার ২০ বছরের সফরে প্রথম বিশ্বের এক নম্বর হলেন। তাঁর মতে , এটা ভারতীয় খেলাধুলার অন্যতম সেরা ঘটনা। কোয়ার্টার ফাইনালে বোপান্নাদের পক্ষে ফলাফল ছিল ৭-৬, ৬-৪। সবচেয়ে বেশি বয়স্ক হিসাবে সেমিফাইনালে উঠেছিলেন। ২০ বছর আগে আন্তর্জাতিক টেনিসে অভিষেক হয়েছিল ভারতের রোহন বোপান্নার।

বিশ্বের এক নম্বর হওয়ার আগেই বোপান্না বলে দিয়েছিলেন, এখনই থামার ইচ্ছে নেই তাঁর। বলেছিলেন, তিনি এখানে স্রেফ এখানে ঘুরতে আসেননি । এসেছেন ট্রফি জয় করতে । সর্বোচ্চ পর্যায়ে এখনও ট্রফি জেতার খিদে রয়েছে তাঁর এমনটাই জানিয়েছেন বোপান্না। তার থেকে বয়সে তরুণ খেলোয়াড়রা খেলছেন অস্ট্রেলিয়ান ওপেন । তাঁদের সঙ্গে দাপটের সঙ্গে খেলছেন বোপন্না। এবার শীর্ষে পৌঁছে বুঝিয়ে দিলেন তাঁর জাত।

 

FREE ACCESS

Related Articles