খেলা

ট্রফির খড়া কাটাতে চমক আরসিবিতে

Royal Challengers Bangalore

The Truth of Bengal: এখনও অবধি একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি।  বিরাটের দল না পারলেও বিরাট কিন্তু সাফল্যের শিখরে রয়েছেন। আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরু।  তাই এবার নতুন কোচ আনতে চাইছে আরসিবি। আসছেন শাস্ত্রী। যে কোন সফল দলের পিছনে একজন কোচের ভূমিকা রয়েছে যথেষ্ট। তাই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর আরসিবি ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেকারণেই ভালো কোচ আনতে চাইছে। যিনি আইপিএলে বিরাটদের ট্রফি জয় করার মন্ত্রট শেখাবেন। দীর্ঘ দিন ধরে খোঁজার পর রবীশাস্ত্রীকেই চাইছে দল। বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর জন্যন বেশ কিছু সাফল্য এসিছিল ।‌ বিরাটের সঙ্গে শাস্ত্রীর জুটির কথা সবারই জানা।এই দু’জন একসঙ্গে কাজ করলে অবশ্যই সাফল্যের মুখ দেখবে তারা। ২০২৪ এর আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে দল ।

সেকারণে শক্তিশালী দল গড়ার দিকেও মন দিয়েছে তারা। ক্যামেরন গ্রিন আরসিবিতে যোগ দিয়েছেন। আরসিবি ফ্যানরা তাতে খুব খুশি। তারা ভীষণ ভাবে আশাবাদী যে তাদের দল অবশ্যই এবার ট্রফি জিতবে। দীর্ঘদিনের খড়া কাটবে । সব মিলিয়ে এবার আইপিএলে এক চুল মাটিও ছাড়বে না আরসিবি। শাস্ত্রীর মতো একজন দলে থাকলে যে দল আরো মজবুত হবে তা বলায় বাহুল্য । ড্রেসিংরুমে আলাদা যে আলাদা পরিবেশ গড়ে উঠবে তা স্পষ্ট ।

Related Articles