খেলা

আরসিবির বোলিং কোচ হলেন ওমকার সালভি

RCB bowling coach is Onkar Salvi

Truth Of Bengal: আর মাত্র কয়েকদিন বাদেই আইপিএল-এর নিলাম অনুষ্ঠিত হবে জেদ্দায়। তার আগে সব দলই নিজেদের ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছে। এরই মধ্যে সোমবার আরসিবির পক্ষ থেকে তাদের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করা হল।

এবারের আইপিএল-এ রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু দলের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে ওমকার সালভিকে। সালভি এর আগে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচের ভূমিকায় দায়িত্ব সামলেছেন।

তার আগে অবশ্য, তিনি মুম্বই দলের হয়ে রঞ্জি ট্রফিতে বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। সালভি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আগস্কার সালভির ভাই। যিনি বর্তমানে ভারতীয় মহিলা দল এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাব মহিলা দলের কোচিং করিয়েছেন।

প্রাক্তন কোচের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গে অজিঙ্কা রাহানে জানান, আমি এই খবরে দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত। তিনি জানেন সাধারণ মানের বোলারদের কিভাবে তৈরি করে, তাঁদের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে হয়। আমি মনে প্রাণে চাইব যে এবার যাতে তাঁর হাত ধরেই আরসিবির বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেন।

Related Articles