
Truth of Bengal: বুধবার থেকে চিন্নস্বামী স্টেডিয়ামে শুরু হল রঞ্জি ট্রফির এলিট গ্রুপে বাংলা বনাম কর্ণাটকের ম্যাচ। আর প্রথম দিনেই ঝলসে উঠলেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের ব্যাট। দূরন্ত শতরান করলেন তিনি। ১৬৪ বল খেলে ১৬টি বাউন্ডারির সাহায্যে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরিটি সেরে ফেললেন তিনি।
এদিন অনুষ্টুপের পাশাপাশি বাংলার হয়ে অর্ধ্বশতরান পূর্ণ করলেন আরও দুই ব্যাটসম্যান। তাঁরা হলেন সুদীপ চট্টোপাধ্যায় এবং শাহবাজ আহমেদ। সুদীপ ৫৫ ও শাহবাজ ৫৪ রান করেন। দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৪৯ রান। দিনের শেষে শাহবাজের সঙ্গে ৬ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। ব্যর্থ হলেন শুভম দে এবং সুদীপ কুমার ঘরামি। কর্ণাটক দলের হয়ে বল হাতে নজর কাড়লেন কৌশিক ভি। তিনটি উইকেট ঝুলিতে পোড়েন তিনি।
উল্লেখ্য, রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে পৌঁছতে গেলে বাংলাকে কর্ণাটকের বিপক্ষে এই ম্যাচে জয় পেতেই হবে। কেননা আগের ম্যাচগুলিতে যেভাবে বৃষ্টির কারণে দুর্বল দলের বিপক্ষেও বাংলাকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তা একেবারেই মানতে পারছেন না বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। তাই এখন কর্ণাটকের বিপক্ষে ম্যাচ থেকেই পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশায় রয়েছেন বাংলা দলের সকলে।
সিনিয়রদের পাশাপাশি, জুনিয়াররাও কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের বিপক্ষে বড় রানের লক্ষ্যেই এগিয়ে চলেছে। ঘরের মাঠে প্রথম দিনেই বাংলার হয়ে শতরান পূর্ণ করেন দুই ব্যাটসম্যান আশুতোষ কুমার ও অঙ্কিত চট্টোপাধ্যায়। আশুতোষ ১১৩ রানে অপরাজিত থাকলেও অঙ্কিত প্যাভেলিয়নে ফেরেন ১০৮ রান করে। দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯২ রান।