হিটম্যানের জোড়া নির্দেশেই বেসামাল রাজধানী এক্সপ্রেস
Rajdhani Express goes haywire on hitman's orders

Truth Of Bengal: আইপিএল-এ রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচে একটার সময় যখন মুম্বই ফিল্ডিং করছিল, তখন বেশ প্যাভেলিয়নে বসেছিলেন রোহিত শর্মা। বর্তমানে মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব তাঁর হাতে নেই। কিন্তু তাতে কি হয়েছে! দলের স্বার্থে সিনিয়র ক্রিকেটার হিসাবে তিনি মতামত দিতেই পারেন। এবং সেই কাজটাই করলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। রোহিত মাঠের বাইরে থেকে যে নির্দেশ দিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করলেন অধিনায়ক হার্দিক-ও। ফলে ব্যাকফুটে থাকা ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নিয়ে অক্ষরের দলকে হারিয়ে দিল মুম্বই। ম্যাচ জিতে আবার তারা প্লে-অফের লড়াইয়ে আবার ফিরে এলেন তারা।
Big games need big brains. Rohit Sharma made one move and owned the game.☠️ pic.twitter.com/2mWCcxbCYX
— Gems of Cricket (@GemsOfCrickets) April 13, 2025
কিন্তু আসল কথা হল, কি এমন সিদ্ধান্ত মাঠের বাইরে থেকে হার্দিকদের উদ্দেশে পাঠালেন রোহিত। যাতেই বদলে গেল ম্যাচের ভাগ্য। ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। খেলা গড়িয়েছে ১৩ ওভারে। অক্ষর প্যাটেলের দল তখন ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে। মুম্বইয়ের দেওয়া ২০৬ রানের টার্গেট তাড়া করতে তখনও হাতে রয়েছে ৬টি উইকেট। ওভার রয়েছে ৭টি। সুতরাং অঘটন না ঘটলে ম্যাচটিতে দিল্লির জয় একপ্রকার নিশ্চিতই ছিল। ঠিক এমন সময়ই রোহিত কর্ণ শর্মাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামানোর জন্য বলেন। তাঁর নির্দেশমতো মাঠে নামেন কর্ণ।
ঠিক এরপরই মাঠের ডাগসাইটে একান্ত আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন রোহিত-জয়বর্ধনে ও মামরে। তিনজনেই মিলেই সিদ্ধান্ত নেন বল বদলের। এরপরই মাঠে থাকা হার্দিককে ইশারায় তা বুঝিয়ে দেন হিটম্যান। হার্দিক সেই নির্দেশমতো আম্পায়ারের কাছে আবেদন করা মাত্রই তা মেনে নেন মাঠের দায়িত্বে থাকা আম্পায়াররা। উল্লেখ্য, আইপিএল-র ১৮তম সংস্করণে নিয়ম করা হয়েছে, যদি বলে অতিরিক্ত শিশির পরে, তাহলে দ্বিতীয় ইনিংসে বল বদল করা যাবে। এরপরই হার্দিককে রোহতি ইশারায় বলে দেন, কর্ণের হাতে বল তুলে দেওয়ার জন্য। তারপরই ম্যাচের ভোল বদলে দেন তিনি। আর কার্যত জেতা ম্যাচ শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ল দিল্লি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আসলে ম্যাচের হিরো কিন্তু রোহিত-ই।