খেলা
Trending

ফের ভেস্তে যাবে ভারতের ম্যাচ ! ভারত আফগানিস্তান ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস

Rain forecast ahead of India Afghanistan match

The Truth Of Bengal: ভারত আফগানিস্তানের ম্যাচে ফের বৃষ্টির অশনি সংকেত। ফের টিম ইন্ডিয়ার খেলার আগে আশঙ্কার মেঘ। আগামীকাল ২০ শে জুন ভারত ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে খেলতে নামছে। তার আগে স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হতে পারে। যদি প্রবল বৃষ্টি হয় তাহলে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০ টা থেকে শুরু হওয়ার কথা ভারত আফগানিস্তানের ম্যাচ। যদিও ভারতীয় সময় অনুযায়ী তার রাত ৮ টা । স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেলা একটা বা তার কিছুটা পর থেকে বৃষ্টি নামার পূর্বাভাস। তবে গত ম্যাচের আগে যেভাবে বৃষ্টি নেমেছিল তাতে ভারতের ম্যাচ বাতিল হয়। এবং পয়েন্ট ভাগাভাগি হয় , এক্ষেত্রে বৃষ্টি হবে নাকি ভারতবাসী ফের টিম ইন্ডিয়ার খেলা উপভোগ করতে পারবে তা নিশ্চিত নয়।

বৃষ্টির প্রাবল্য যদি বেশি হয় তাহলে ওভার কমতেও পারে। ২০০৭ সালের পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেনি এবার সে সুযোগ রয়েছে রোহিত ব্রিগেডের সামনে। এদিকে ভারত যে কটা ম্যাচ খেলেছে সে কটাতেই জয়লাভ করেছে। তবে উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়া। এর আগে ওডিআই বিশ্বকাপেও ভারত ফাইনাল খেলে ও শিরোপা জয়লাভ করতে পারেনি তাই সোনার স্বপ্নের বুঁদ হয়ে রয়েছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি শেষে ভারতের ফলাফল কি হয় সেদিকেই নজর থাকবে আমজনতার । তবে উদবেগে আগামীকারের আবহাওয়া।

 

 

 

Related Articles