
The Truth of Bengal: বিশ্বকাপের সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিড়ের কোচের পদ শেষ হয়ে গেছে । তিনি সেই পদে আর থাকবেন কিনা অর্থাৎ চুক্তি পুনর্নবীকরণ করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সব কিছু শেষে অবশেষে রাহুল ফিরেছেন দায়িত্বে । তবে কতদিন থাকবেন সে বিষয়ে মুখ খুললেন বোর্ড কর্তা। জয় শা জানিয়েছেন রাহুলের চুক্তি বাড়ানো হয়েছে কিন্তু কতদিন তিনি থাকবেন সে বিষয়ে এখনো কথা হয়নি। এর আগে রাহুল বিতর্ক উস্কে দিয়েছিলেন । এখনও সরকারি ভাবে তিনি কোনও চুক্তিতে সই করেননি ।
বোর্ডের সঙ্গে একটা প্রাথমিক কথা হয়েছিল মাত্র , এমনটাই জানিয়েছিলেন। উল্লেখ্য ২০২৩ বিশ্বকাপ ফাইনাল পর্যন্তই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। বিসিসিআই এর তরফ থেকে বার বার বলা হয়েছে রাহুল দ্রাবিড়কে কোচের পদে থাকতে। তিনি কোচের পদে থাকবেননা বলেছিলেন সেই সিদ্ধান্তকে বদলানোর চেষ্টা করছে বোর্ড। তবে এখন তিনি কোচের পদেই থাকবেন।
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ,দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর রাহুলের সাথে কথা বলা হবে তিনি কতদিন থাকতে চাইছেন বা তার মতামত নেওয়া হবে। সেই সঙ্গে তার বক্তব্যকে প্রাধান্য দিয়ে বোর্ডের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২১ থেকে ভারতীয় দলের কোচ দ্রাবিড়। আগামী ৭ থেকে ৮ মাস মধ্যে টি-২০ বিশ্বকাপ রয়েছে। ফলত রাহুল নেতৃত্ব দিলে দলের উপকার ই হবে । কারণ তিনি দল টাকেই চেনেন , জানেন ।এদিকে লক্ষ্মণ অনেকটা সময় পাবেন নিজের মতন করে দল গুছিয়ে নেওয়ার। রাহুল আপাতত থাকছেন কোচের পদে। এটাই সমর্থকদের কাছে স্বস্তির খবর।