রাশিয়ায় মহিলাদের ৮ এর ও বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান পুতিনের
Putin calls on women in Russia to give birth to more than 8 children

The Truth Of Bengal : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশবাসীদের উদ্দেশ্যে একটি ভাষণে মহিলাদের ৮ এর ও বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়| পুতিন বলেন, “রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। তাই আমি দেশবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, মহিলারা ৮ এর ও বেশি সন্তান জন্ম দিন।”
পুতিন আরও বলেন, “রাশিয়ার পূর্বপুরুষরাও ৮ এর ও বেশি সন্তানদের জন্ম দিতেন। তাই আমাদের উচিত সেই ঐতিহ্যকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া।” পুতিনের এই আহ্বানের ফলে রাশিয়ার সমাজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকেই এর সমালোচনা করেছেন। যারা এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন তারা বলেন, রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। রাশিয়ার জনসংখ্যা ১৯৯০ সালের পর থেকে দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।
২০২৩ সালে রাশিয়ার জনসংখ্যা প্রায় ১৫ কোটি ৪০ লাখ। যারা এই আহ্বানকে সমালোচনা করেছেন তারা বলেন, এটি একটি অযৌক্তিক আহ্বান। তারা বলেন, রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহিলাদের ৮ এর ও বেশি সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। এছাড়াও, এটি নারী অধিকারের পরিপন্থী। পুতিনের এই আহ্বানের প্রভাব কী হবে তা এখনই বলা মুশকিল। তবে, এটি রাশিয়ার সমাজে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
FREE ACCESS