খেলা

আইপিলের মঞ্চে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ, এ যেন রাজনীতি আর ক্রিকেটের মেলবন্ধন!

Protesting the Chief Minister's arrest on the stage of IPL, this is a combination of politics and cricket!

The Truth Of Bengal :  আইপিলের মঞ্চ হয়ে উঠলো প্রতিবাদ মঞ্চ। গত মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে ছিল আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শুনানি। আর ওই দিনই দিল্লির মাটিতে ছিল দিল্লি বনাম রাজস্থান ম্যাচ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দেশের শীর্ষ আদালত রায় দেয়, আগামী ২০ মে পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

এরপরই ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারি থেকে কেজরিওয়ালে সমর্থনে গলা চরালেন আপ সমর্থকরা। এ যেন রাজনীতি আর ক্রিকেটের মেলবন্ধন! আম আদমি পার্টির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কেজরিওয়ালে ছবি লাগানো টি-শার্ট পরে একদল আপ সমর্থক দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সোচ্ছার হয়েছেন।

গ্যালারি থেকে  স্লোগান দিচ্ছিলেন আপ সমর্থকেরা। তাদের দাবি  “ভোটের মাধ্যমেই দেওয়া হবে জেলের জবাব।” এর পরই ওই সমর্থকদের আটক করে পুলিশ। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে গত মঙ্গলবারের ম্যাচে আম্পেয়ারের সঙ্গে আউট বিতর্কে নাম জড়িয়েছেন সঞ্জু। নিয়মভঙ্গের জেরে জরিমানাও হয়েছে তার। এই ঘটনায় আম্পেয়ারকেই দুষছেন সমর্থকদের অনেকেই। এই সব বিতর্কের মাঝে কেজরিওয়ালে প্রসঙ্গ ঘোরাফেরা করলো দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে।

Related Articles