খেলা

দোহায় নীরজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, বললেন ‘নীরজ আমাদের গর্ব’

Prime Minister ecstatic over Neeraj's performance in Doha, says 'Neeraj is our pride'

Truth Of Bengal: ৯০ মিটার জ্যাভলিন থ্রো ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়ার কাছে স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নই নীরজ পূরণ করে ফেললেন চলতি বছরের দোহাতে ডায়মন্ড লিগের আসরে। নীরজ এই টুর্নামেন্টে জ্যাভলিন থ্রো করলেন ৯০.২৩ মিটার। কিন্তু তবুও তাঁকে সন্তুষ্ট থাকতে হল দ্বিতীয় হয়েই। নীরজের এই পারফরম্যান্সের পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নীরজকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী লেখেন, ‘নীরজের এই সাফল্য আমাদের কাছে প্রমাণ করে দিল পরিশ্রমের কোনও বিকল্প নেই। দোহা ডায়মন্ড লিগে নীরজ যে পারফরম্যান্স করে দেখাল, তা এক কথায় অসাধারণ। নীরজ আমাদের দেশের গৌরব। আমরা সকলে ওর এই পারফরম্যান্স দেখে দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত।’

উল্লেখ্য, নীরজ এই টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। ৮৮.৪৪ মিটার ছুঁড়ে তার প্রমাণ দিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় থ্রোয়ে ফাউল করলেও তৃতীয় থ্রো-তেই বাজিমাত করে দিলেন ভারতের সোনার ছেলে। নীরজ এর আগে ডায়মন্ড লিগের টুর্নামেন্টে ২০২২ সালে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। তারপর গত মরসুমের লুসেন ডায়মন্ড লিগেও একই ধারা বজায় রাখেন। গত অলিম্পিকে নীরজ ছুঁড়েছিলেন ৮৯.৩৪ মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।

Related Articles